ভ্যাক্সিনের দাম কমার পরেও দামের ফারাক দ্বিগুন কেন, প্রশ্ন অভিষেকের
মোদী সরকারের বিরুদ্ধে রাজ্যগুলির থেকে ভ্যাক্সিনে কাটমানি নেওয়ার অভিযোগ তুললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, রাজ্যগুলির থেকে ভ্যাক্সিনের দাম অন্যায়ভাবে বেশি নেওয়া হচ্ছে।
কিছুদিন আগেই সেরাম ইনস্টিটিউট কোভিশিল্ড ভ্যাক্সিনের দাম কেন্দ্রের থেকে ১৫০ টাকা এবং রাজ্যগুলির থেকে ৪০০ টাকা নেওয়ার কথা ঘোষণা করেছিল। কেন্দ্র এবং রাজ্যের ভ্যাক্সিনের দামের এই বিপুল ফারাক থাকায় দেশজুড়ে সমালোচিত হতে হয়, সেরাম এবং কেন্দ্র সরকারকে।
চাপের মুখে পড়েই রাজ্যগুলির জন্যে ভ্যাক্সিনের দাম ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সেরাম। অর্থাৎ এখন রাজ্যগুলিকে ৪০০ টাকার বদলে ৩০০ টাকায় কিনতে হবে ভ্যাক্সিন।
কিন্তু দাম কমার পরেও কেন্দ্রের সাথে রাজ্যের দামে বিপুল পার্থক্য থেকে যাচ্ছে। এখনও কেন্দ্রের দ্বিগুন দাম দিয়ে ভ্যাক্সিন কিনতে হবে রাজ্যগুলিকে। আর এতেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, মহামারীর এই দুঃসময়ে যখন মানুষের প্রাণ বাঁচানোই দায়, তখনও রাজ্যগুলির টাকা লুটতরাজ করছে কেন্দ্র।