রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার রায় – টিএমসি ২১৩ বিজেপি ৭৭

May 2, 2021 | < 1 min read

তৃতীয়বারের জন্যে সরকার গড়ার পথে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। প্রায় ৪৯ শতাংশ ভোট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একা হাতে থামিয়ে দিলেন মোদী- শাহর অপরাজেয় বিজয়রথ।

খেয়াল করলে দেখা যাবে রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার।

২০১১ সালে তৃণমূল যে বছর ক্ষমতায় আসে সেই বছর তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৩৮.৯৩%, ২০১৬ তে ছিল ৪৪.৯১%।

অন্যদিকে লোকসভা ২০১৪র লোকসভা ভোটে ৩৯.০৫% ভোট পায় তৃণমূল। ২০১৯শে পায় ৪৩.৬৯% ভোট।

এইবার সেই সব রেকর্ড ভেঙে প্রায় ৫০% ভোট নিয়ে হ্যাট্রিক করল তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly Elections 2021, #Trinamool Congress

আরো দেখুন