উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ভেটাগুড়িতে তৃণমূলের বুথ সভাপতিকে রাস্তায় ফেলে মারধর

May 6, 2021 | < 1 min read

বুধবার সকালে সব্জি খেতে যাওয়ার সময়ে দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকে একদল দুষ্কৃতী রাস্তায় ফেলে মারধর করে। আহত ওই বুথ সভাপতির নাম টিকেন দেবনাথ। তিনি দিনহাটা-১ ব্লকের ভেটাগুড়ি-২ গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিজানি বুথের সভাপতি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা দিনহাটা মহকুমা হাসাপাতালে ভর্তি করেন।

তৃণমূলের দাবি, বিজেপির লোকজন মেরেছে। যদিও বিজেপি ওই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের পাল্টা দাবি, ভোটের ফল ঘোষণার পর থেকে বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে তৃণমূলের পোষা গুন্ডা বাহিনী হামালা চালাচ্ছে। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি বাড়িতে থাকা জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। টিকেন দেবনাথ বলেন, সকালে জমি থেকে সব্জি তোলার জন্য খেতের দিকে যাচ্ছিলাম। হঠাৎ বিজেপির কিছু লোক আমার উপর হামালা চালায়। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Bhetaguri, #TMC Vs BJP, #bjp, #tmc

আরো দেখুন