নারদ-মামলায় (Narada) গ্রেফতার ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), মদন মিত্র (Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। এপ্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, “পশ্চিমবঙ্গে সিবিআই (CBI) নারদকাণ্ডে চারজন প্রাক্তন এবং বর্তমান মন্ত্রীকে গ্রেফতার করেছে। আমার বক্তব্য সামান্য, রাজনৈতিক প্রতিহংসার শিকার যেন বাংলার কেউ না হন। কাউকে ধরব, কাউকে ছাড়ব – সিবিআই এই নীতি গ্রহণ করতে পারে না। করোনা আবহে এই গ্রেফতার করা কি সমীচীন হয়েছে?”
নারদ কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান এবং প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতার প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরি।#Narada#CBIpic.twitter.com/lVn82wxAoc
— West Bengal Congress (@INCWestBengal) May 17, 2021