← খেলা বিভাগে ফিরে যান
বাতিল এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্ট, পাকিস্তানের পর আয়োজনে না শ্রীলঙ্কার
করোনার কারণে বাতিল হল এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্ট (Asia Cup 2021)। যা জুনে শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। কিন্তু মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে উপমহাদেশে। তাই আয়োজকরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না। উল্লেখ্য, গত বছর এই টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কিন্তু কোভিডের (Covid 19) প্রকোপে প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া হয়েছিল।
শ্রীলঙ্কা ক্রিকেটের চিফ এক্সিকিউটিভ অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, ‘করোনা নতুন করে মাথা চাড়া দিচ্ছে। এই পরিস্থিতিতে এত বড় মাপের টুর্নামন্ট আয়োজন করা খুবই ঝুঁকিবহুল।’ তাহলে এশিয়া কাপ কবে হবে? জবাবে ক্রিকেট শ্রীলঙ্কার ওই কর্তা বলেন, ‘২০২৩ সালে ৫০-৫০ বিশ্বকাপ রয়েছে। সেটাকে সামনে রেখেই ক্রীড়াসূচি প্রায় সাজিয়ে ফেলেছে বিভিন্ন দেশ। তাই এর মধ্যে এশিয়া কাপ আয়োজনের সময় বের করা সম্ভব নয়।’