একদিকে ইজরায়েলের সমর্থন, আবার পৃথক প্যালেস্টাইনের পক্ষে সওয়াল, বাইডেনের ভূমিকায় প্রশ্ন
প্রায় এগারো দিন ধরে চলা তুমুল লড়াই শেষে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইজরায়েল (Israel) ও প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস। শুক্রবার থেকে শান্তি ফিরেছে যুদ্ধজর্জর এলাকাগুলিতে। এহেন পরিস্থিতিতে প্রায় ধ্বংসস্তূপে পরিণত গাজার পুনর্নির্মাণে সাহায্য করার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আরও জানিয়েছেন, এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ইজরায়েলের পাশাপাশি স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র গঠন করা।
হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বাইডেন বলেছেন, “ইজরায়েলের প্রতি আমার দায়বদ্ধতায় কোনও পরিবর্তন আসেনি। কিন্তু আমার মনে হয় দু’টি পৃথক রাষ্ট্র (ইজরায়েল ও প্যালেস্তাইন) গঠনই এই সমস্যা সমাধানের একমাত্র পথ। আমি মনে করি সুরক্ষিত ও শান্তিপূর্ণ ভাবে থাকার অধিকার ইজরায়েল এবং প্যালেস্তাইন দু’দেশের নাগরিকদেরই রয়েছে। আমরা গাজ়ায় শান্তি ফেরাতে নীরবে কূটনীতি চালিয়ে যাব।” এছাড়া, গোটা শান্তি প্রক্রিয়ায় ইজরায়েলের অন্তর্বর্তিকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন বাইডেন।