সিবিআইয়ের ডিরেক্টর নির্বাচন প্রক্রিয়াতে ত্রুটি, সরব অধীর
সোমবার সিবিআইয়ের (CBI) ডিরেক্টর নির্বাচন বৈঠকে তুলকালাম পরিস্থিতির তৈরি হল। নির্বাচন প্রক্রিয়াতেই ত্রুটি রয়েছে এই অভিযোগে সরব হলেন লোকসভায় কংগ্রেসের নেতা তথা নির্বাচন কমিটির অন্যতম সদস্য অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)। কয়েকদিন আগে ১০৯টি নাম, সোমবার দুপুরে ১০টি নাম, বিকেল চারটের সময় ছ’জনের নাম জানানো হয়। কিন্তু আগে থেকে কেন ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং সঠিকভাবে আবেদনকারীদের বিস্তারিত তৈরি করেনি, তা নিয়ে বৈঠকে প্রশ্ন তোলেন অধীর। তাই দীর্ঘ বৈঠকেও একটি নাম ঠিক করা গেল না। নির্বাচন বৈঠকের নামে বিষয়টিকে একপ্রকার প্রহসন বলেই অভিযোগ করেন অধীরবাবু।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অধীরবাবুর আপত্তিকে সমর্থন করেন নির্বাচন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য তথা দেশের প্রধান বিচারপতি এন ভি রামনা। তাই শেষমেশ তিনটি নাম বাছা হয়েছে। এর মধ্যে থেকেই ক্যাবিনেট কমিটি অন অ্যাপয়েনমেন্টস চূড়ান্ত নামটি ঠিক করবে। বিশ্বস্ত সূত্রে খবর, বর্তমানে সিআইএসএফের ডিজি তথা মহারাষ্ট্র ক্যাডারের আইপিএস সুবোধ কুমার জয়সওয়াল, ডিজি এসএসবি কুমার রাজেশ চন্দ্রা এবং স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব (ইন্টারনাল সিকিওরিটি) ভি এস কে কুমৌদি — এই তিনটি নাম বাছা হয়েছে। এর মধ্যে সিনিয়রিটির ভিত্তিতে সুবোধকুমার জয়সওয়ালই এগিয়ে রয়েছেন।