দেশ বিভাগে ফিরে যান

৯৯০ টাকায় করোনার ওষুধ আসছে বাজারে

May 29, 2021 | < 1 min read

প্যাকেট প্রতি ৯৯০ টাকায় মিলবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (DRDO) করোনার ওষুধ। ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ (DRL) ওই ওষুধের মার্কেটিং করবে। তবে কেন্দ্র ও রাজ্য সরকারের হাসপাতালগুলির জন্য নির্ধারিত ওই দামের উপর অনেকটাই ছাড় দেওয়া হবে। অর্থাৎ সরকারি হাসপাতালে এই ওষুধের দাম আরও কম হবে।

শুক্রবার সংশ্লিষ্ট সংস্থার তরফে এমনটাই জানানো হয়েছে। ডিআরডিও’র এই করোনার ওষুধের নাম দেওয়া হয়েছে টু ডিজি বা টু ডিঅক্সি-ডি-গ্লুকোজ। ক্লিনিক্যাল ট্রায়ালের পর ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া এই ওষুধটিকে ছাড়পত্র দিয়েছে। ডিআরডিও’র এই করোনার ওষুধ প্যাকেটে পাউডার আকারে পাওয়া যাবে। জলে গুলে খেতে হবে।

এটি মৃদু উপসর্গ থেকে গুরুতর করোনা রোগীর ক্ষেত্রেও কার্যকরী বলে দাবি করা হয়েছে। বলা হচ্ছে, এই ওষুধ প্রয়োগে অল্প সময়ের মধ্যেই কোভিড রিপোর্ট নেগেটিভ হচ্ছে। এমনকী বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর অক্সিজেনেরও প্রয়োজন হচ্ছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#corona medicine

আরো দেখুন