রাজ্য বিভাগে ফিরে যান

শিশির-সুনীলের সাংসদ পদ খারিজ করতে আবার আসরে সুদীপ

June 14, 2021 | < 1 min read

মুকুল রায় তৃণমূলে প্রত্যাবর্তন করতেই রাজ্যে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অভিকারী। আবার শুভেন্দুর বাবা শিশির অধিকারী (Sisir Adhikari) এবং সুনীল মণ্ডলের (Sunil Mondal) সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারের কাছে আর্জি জানাল তৃণমূল কংগ্রেস (TMC)। ওম বিড়লাকে ফোন করেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্য়োপাধ্যায়। এর আগেও শিশির–সুনীলের সাংসদ পদ খারিজের দাবিতে স্পিকার ওম বিড়লার (Om Birla) দ্বারস্থ হয়েছে তৃণমূল। দু’‌বার তাঁকে চিঠি দেওয়া হয়েছে। ফোনেও একাধিকবার আবেদন করা হয়। আজ ফের স্পিকারকে ফোন করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। সূত্রের খবর, সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন লোকসভার স্পিকার।  

এখনও কাঁথি লোকসভার তৃণমূল সাংসদ শিশির অধিকারী এবং বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। একুশের বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন সুনীল মণ্ডল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য আরও একটি সভামঞ্চে দেখা যায় কাঁথির তৃণমূল সাংসদ শিশিরকে। ভোটের আগে কার্যত তৃণমূলকে আক্রমণ করেছেন দুই সাংসদ। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Sunil Mondal, #Sudip Banerjee, #Sisir Adhikary

আরো দেখুন