খুন ও ধর্ষণের চেষ্টা, শেখ হাসিনাকে চিঠি অসহায় পরীমনির
ধর্ষণ করে খুনের চেষ্টা করা হয়েছে তাঁকে। মারাত্মক শারীরিক নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতা জানিয়ে জনপ্রিয় অভিনেত্রী সাহায্য চাইলেন প্রধানমন্ত্রীর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা অভিনেত্রী পরী মনির (Pori Moni) খোলা চিঠি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। সুবিচারের আশায় চেয়ে সোশ্যাল মিডিয়াতেই শেখ হাসিনার কাছে সাহায্য প্রার্থনা করেছেন সেদেশেরই জনপ্রিয় অভিনেত্রী পরী মনি।
ছোটবেলায় মাকে হারানো অভিনেত্রী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ বলে সম্বোধন করে লিখেছেন, ‘আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাঁচতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।’দেশের প্রধানমন্ত্রীকে লেখা খোলা চিঠিতে ,পরী অভিযোগ করেছেন যে তাঁকে প্রথমে ধর্ষণ এবং পরে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এখানেই শেষ নয় আরও ভয়ঙ্কর অভিযোগ এনেছেন অভিনেত্রী। এই নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেও কোনও ফল এবং সাড়া না মেলেনি। অভিনেত্রীর অসহায় আর্তিতে উত্তাল ওপার বাংলা।
বাংলাদেশের এই অভিনেত্রীর ফেসবুক পোস্ট নিয়ে এখন তোলপাড় সেদেশের নেট পাড়া। কারণ তিনি সেই পোস্টে লিখেছেন, তাঁকে খুন ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৷ ফেসবুক পোস্টে অভিযুক্তের নাম না জানালেও পরে অভিযুক্তের নাম প্রকাশ্যে আনেন পরী মনি ৷ অভিনেত্রীর অভিযোগ, পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷ তাই অবশেষে প্রকাশ্যেই মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি ৷ ফেসবুক পোস্টের কয়েক ঘণ্টার পর সাংবাদিকদের জানান, তাঁকে হত্যা ও ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ব্যক্তির নাম।
অভিনেত্রী জানান, তাঁর ওপর নারকীয় অত্যাচার চালিয়েছেন নাসির ইউ মাহমুদ নামের এক ব্যক্তি। যিনি বাংলাদেশের পুলিশের আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচয় দিয়েছিলেন। পরীর কথায়, ‘ঘটনাটি ঘটে চার দিন আগে ঢাকার বোট ক্লাবে। এই ক্লাবের একজন পরিচালক নাসির ইউ মাহমুদ। তিনি উত্তরা ক্লাবের প্রেসিডেন্টও ছিলেন। বেশ ক’দিন ধরেই এই মিটিংয়ের কথা চলছিল। কিন্তু আমি আগ্রহ পাচ্ছিলাম না। ওর অনুরোধেই শেষ পর্যন্ত ওই দিন রাতে মিটিং করতে যাই। যাওয়ার পর যা ঘটেছে সেটা আর বলে বোঝাতে পারব না।’
তাঁর অভিযোগ, সেদিন রাতে তাকে পানীয়ের সঙ্গে কিছু একটা খাওয়ানো হয়েছিল। কারণ, সারাক্ষণ তিনি প্রচণ্ড অস্থির আর অস্বস্তি অনুভব করছিলেন। নিরুপায় হয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন তিনি। চিঠিতে নিজের পরিচয় দিয়ে তিনি লিখেছেন, ‘ আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই। কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার?’ লিখেছেন, ‘আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গেলানো কথা মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এখুনি মনে পড়ে গেল) আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো।‘ এই সঙ্গে অভিনেত্রী লিখেছেন, এই মুহূর্তে মাকে তার খুব দরকার বলে মনে হচ্ছে, শক্ত করে জড়িয়ে ধরার জন্য।