উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

মালদহ’র স্পেশাল আম পাড়ি দিল দিল্লিতে

June 18, 2021 | < 1 min read

মালদহ’র সুবিখ্যাত আম শুধুই কি রাজ্য বিখ্যাত৷ না এই সুস্বাদু আমের কদর সারা ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের নানা প্রান্তে। এবার এই মালদহ স্পেশাল বিশ্ব বিখ্যাত আম (Mango) পাড়ি দিল ভারতবর্ষের রাজধানী দিল্লি মহানগরীতে। রাজ্য সরকারের সহযোগিতায় এবং মালদহ ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার সকালে আনন্দবিহার ট্রেনে করে প্রায় পাঁচ টন আম দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়।

পশ্চিমবঙ্গ তথা মালদহ’র (malda) আম বাজার ধরে রাখার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। এদিন এই আম নিয়ে যাওয়ার কর্মসূচিতে মালদহ রেলস্টেশনে উপস্থিত ছিলেন ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা, সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এই বিষয়ে ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা জানান, মালদহ জেলার আম জগৎবিখ্যাত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহযোগিতায় এই দিন মালদহের সুবিখ্যাত ল্যাংড়া এবং হিমসাগর আম কোভিড বিধি মেনে পাড়ি দিল দিল্লির বঙ্গভবনে।

maldas-world-famous-mango-is-now-at-bangabhaban-in-delhi

TwitterFacebookWhatsAppEmailShare

#malda, #mango

আরো দেখুন