প্রযুক্তি বিভাগে ফিরে যান

ভারতে লঞ্চ হল Mi 11 Lite, জানুন ফোনের দাম ও স্পেসিফিকেশনস

June 22, 2021 | 3 min read

Mi 11 Lite ভারতে লঞ্চ করে গেল মঙ্গলবার। এটিই Xiaomi-র জনপ্রিয় Mi 11 Series-এর নতুন মডেল। বিগত কিছু দিন ধরেই এই ফোনের একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশনস লিক হয়েছে। রয়েছে AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। Qualcomm Snapdragon 732G প্রসেসর থাকছে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের এই Mi 11 Lite ফোনে একটি 64MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও অত্যন্ত শক্তিশালী 4,250mAh ব্যাটারি থাকছে Mi 11 Lite-এ।

Mi 11 Lite ভারতে দাম ও উপলব্ধতা – (Mi 11 Lite Price In India, Availability)

Mi 11 Lite ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টস সহযোগে। এদের মধ্যে ফোনটির বেস মডেল অর্থাৎ 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম ভারতে 21,999 টাকা। অন্য দিকে আবার ফোনটির হাই-এন্ড মডেল 8GB RAM + 128GB স্টোরেজ কনফিগারেশনের দাম ভারতে 23,999 টাকা। একাধিক কালার ভ্যারিয়্যান্টস রয়েছে ফোনটির – Jazz Blue, Tuscany Coral এবং Vinyl Black। 25 জুন ঠিক দুপুর 12টায় Flipkart, Mi.com, Mi Home Stores-সহ দেশের বিভিন্ন রিটেইল স্টোরে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে ফোনটি। সেলে হাজির হবে 28 জুন।

Mi 11 Lite অফার্স – (Mi 11 Lite Offer Price)

যে সব কাস্টোমারেরা এই Mi 11 Lite ফোনটি প্রি-অর্জার করবেন, তাঁরা 1,500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও HDFC Bank-এর ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে যাঁরা এই Mi 11 Lite ফোনটি কিনবেন, তাঁরা আরও অতিরিক্ত 1,500 টাকা ছাড় পেয়ে যাবেন।

Mi 11 Lite স্পেসিফিকেশনস – (Mi 11 Lite Specifications)

ডিসপ্লে – স্পেসিফিকেশনসের দিক থেকে Mi 11 Lite ফোনে রয়েছে একটি 6.55 ইঞ্চির ফুল HD+ AMOLED 10-bit ডিসপ্লে, যার রেজোলিউশন 1,080×2,400 পিক্সেলস, অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং রিফ্রেশ রেট যথাক্রমে 60Hz ও 90Hz। এছাড়াও এই ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট 240Hz এবং সুরক্ষার জন্য ডিসপ্লেতে থাকছে একটি Corning Gorilla Glass 5 প্রোটেকশন।

প্রসেসর ও সফ্টওয়্যার – পারফরম্যান্সের দিক থেকে এই Mi 11 Lite চালিত হবে একটি অক্টা-কোর Qualcomm Snapdragon 732G প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে Adreno 618 GPU এবং 8GB LPDDR4X RAM-এর সঙ্গে। সফ্টওয়্যার হিসেবে Mi 11 Lite স্মার্টফোনটি দৌড়বে Android 11 বেসড কোম্পানির নিজস্ব MIUI 12-এর সাহায্যে। ডুয়াল সিম (NANO) সাপোর্টেড এই ফোনটি। ফোনে 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। এছাড়াও থাকছে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে স্টোরেজ 512GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন ইউজারেরা।

ক্যামেরা – ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে Mi 11 Lite স্মার্টফোনে, যার প্রাইমারি সেন্সর 64MP এবং অ্যাপার্চার f/1.79। এছাড়াও রিয়ার প্যানেলে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, যার অ্যাপার্চার f/2.2 এবং একটি 5MP টেলিফোটো সেন্সর, যার অ্যাপার্চার f/2.4। সেই সঙ্গেই থাকছে LED ফ্ল্যাশ, যা লো-লাইট শটসের জন্য কাজে লাগবে। এই ফোনের ক্যামেরা সেটআপ 30fps রেটে 4K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই স্মার্টফোনে থাকছে একটি 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যার অ্যাপার্চার f/2.45। এই সেলফি ক্যামেরা AI Beauty, Night Mode এবং Time Burst সাপোর্ট করবে।

ব্যাটারি – Mi 11 Lite স্মার্টফোনে অত্যন্ত শক্তিশালী 4,250mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির তরফে দাবি করা হচ্ছে, এই ফোনের ব্যাটারি 100 ঘণ্টা লাগাতার চার্জ ধরে রাখতে সক্ষম।

কানেক্টিভিটি – Mi 11 Lite ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Infrared (IR), Bluetooth, GPS/ A-GPS, এবং একটি USB Type-C পোর্ট। সেন্সরের দিক থেকে ফোনটিতে অ্যাক্সিলারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর দেওয়া হয়েছে। ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য এই ফোনটি IP53-সার্টিফায়েড।

Mi 11 Lite দুনিয়ার সবথেকে হালকা এবং পাতলা স্মার্টফোন – (Mi 11 Lite World’s Thinnest And Lightest Smartphone In 2021)

এই ফোনের USP হল, এখনও পর্যন্ত দুনিয়ার সবথেকে পাতলা এবং হালকা ফোন এটিই। Mi 11 Lite-এর ওজন মাত্র 157 গ্রাম এবং পরিমাপ 6.8mm। কী কারণে এই ফোন এত পাতলা এবং ওজন কম, তা-ও জানিয়েছে Xiaomi। এই ফোনে ‘flat flexible OLED’ ব্যবহার করা হয়েছে এবং সার্কিট বোর্ড এমন ভাবে রিডিজাইন করা হয়েছে, যা ট্র্যাডিশনাল স্মার্টফোনের প্রিন্টেড সার্কিট বোর্ডের থেকে 35% ছোট। পাশাপাশিই আবার এমন ছোট ক্যাপাসিটর এই ফোনে ব্যবহার করা হয়েছে, যা প্রায় iPhone-এর মতোই।

এছাড়াও, Mi 11 Lite ফোনে এই প্রথম বার চিপ অনবোর্ড প্রসেস এবং ব্যাটারির জন্য সিঙ্গল ফোল্ড ডিজাইন দিয়েছে Xiaomi। আর সেই কারণেই ফোনটি এত হালকা এবং পাতলা। পাশাপাশিই আবার এই ফোনের মিড ফ্রেমে ম্যাগনেসিয়াম অ্যালয় মেটিরিয়াল ব্যবহার করা হয়েছে এই ফোনে, যার দ্বারা ফোনের ওজন আরও 10 গ্রাম কমেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Xiaomi

আরো দেখুন