গাড়ি-বাসের বকেয়া কর মেটানোর মেয়াদ বেড়ে হল ৩০ জুলাই
বেসরকারি বাস ও গাড়ির মালিকদের জন্য সুখবর। করোনা আবহে বকেয়া ট্যাক্স (tax) (কর) জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হল। পাশাপাশি বকেয়া করের উপর ধার্য হওয়া জরিমানা মুকুব করার সিদ্ধান্ত নিল পরিবহণ দপ্তর। বৃহস্পতিবার জারি হওয়া বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল কিংবা তার পরবর্তী সময়ে গাড়ির ট্যাক্স বকেয়া থাকলে এই সুবিধা পাওয়া যাবে। সেক্ষেত্রে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ট্যাক্স জমা করতে পারবেন গাড়ির মালিকরা।
ট্যাক্স জমা করার নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও এক্ষেত্রে অতিরিক্ত কোনও জরিমানা দিতে হবে না। তবে সরকারি আদেশনামায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, করোনা (Covid19) পরিস্থিতির কথা মাথায় রেখে এই একবারের জন্য এই বিশেষ ছাড় দেওয়া হল। প্রসঙ্গত, ১৬ থেকে ৩০ মে পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে লকডাউন ঘোষণা হয়েছিল। সেই সময় রাজ্যজুড়ে গণপরিবহণ সহ সরকারি অফিস বন্ধ ছিল। যার জেরে সমস্ত মোটর ভেহিকেল অফিস বন্ধ ছিল। ফলে গাড়ির বিবিধ ট্যাক্স সংগ্রহের প্রক্রিয়া ব্যাহত হয়েছিল। সেই সূত্রে পরিবহণ দপ্তর এই নয়া সিদ্ধান্ত নিয়েছে।