কোভ্যাক্সিন দুর্নীতিতে কোনঠাসা বোলসানারো, বাতিল চুক্তি
অস্বচ্ছতার অভিযোগ এনে এবার কোভ্যাক্সিনের (Covaxin) চুক্তি বাতিল করল ব্রাজিল (Brazil)। ভারতের সঙ্গে ৩২৪ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি বাতিলের কথা ঘোষণা করেছে লাতিন আমেরিকার এই দেশ। চুক্তি ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে বলেও খবর। চুক্তি অনুসারে এই পরিমাণ অর্থের বিনিময়ে ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের (Bharat Biotech) থেকে কোভ্যাক্সিন কেনার কথা ছিল ব্রাজিলের। পালটা অগ্রিম অর্থ না মেলার অভিযোগ তুলেছে ভারত বায়োটেকও।
জানা গিয়েছে, ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রকের এক প্রাক্তন কর্মী এই চুক্তি নিয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো তাঁকে ওই চুক্তিতে স্বাক্ষর করার জন্য চাপ দিয়েছিলেন বলে খবর। তাঁর আরও অভিযোগ, ওই চুক্তিতে ভ্যাকসিনের দাম অনেক গুণ বাড়িয়ে দেখানো হয়েছিল। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রকের ওই আধিকারিকের বক্তব্য অনুসারে, ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাক্সিন আমদানি করার জন্য চাপ তৈরি করা হয়েছিল। এই ভ্যাকসিন কেনার জন্য সিঙ্গাপুরের এক সংস্থাকে ৪৫ মিলিয়ন মার্কিন ডলার অগ্রিম দেওয়া হয়। যদিও প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো এই বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছেন।
অন্যদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই পালটা ক্ষোভ প্রকাশ করেছে ভারত বায়োটেকও। সংবাদমাধ্যমে একটি বিবৃতি দিয়ে সংস্থা জানিয়েছে, ২০ লাখ ডোজ কোভ্যাক্সিন কেনার কথা হলেও কোনও অগ্রিম অর্থ মেলেনি। ব্রাজিল সরকারের তরফে চুক্তি করলেও অগ্রিম টাকা দেওয়া হয়নি। চুক্তি অনুযায়ী আঠ মাস ধরে ধীরে ধীরে এই ভ্যাকসিনের ডোজ পাঠানোর কথা ছিল ব্রাজিলে। একইসঙ্গে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, চুক্তি অনুযায়ী প্রতিটি ডোজের মূল্য ১৫ থেকে ২০ মার্কিন ডলার। কিন্তু, ব্রাজিলের জন্য কোভ্যাক্সিনের ডোজে ছাড় দিয়ে সেই মূল্য ধার্য হয়েছিল ৫ মার্কিন ডলার।
এদিকে, এই অভিযোগ সামনে আসতেই বিরোধীরা প্রসিডেন্ট বোলসোনারোর ইমপিচমেন্টের দাবীতে সরব হয়েছেন। ইতিমধ্যেই দেশের সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিরোধীদের দাবি, আদালত এই বিষয়ে তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনুক। তাঁদের আরও দাবি, বোলসোনারো সবকিছু জানার পরেও কেন এই বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করেননি তাও তদন্ত করে দেখা হোক।