কলকাতা বিভাগে ফিরে যান

নিউটাউনে দশ হাজার গাছ লাগবে এনকেডিএ

July 6, 2021 | < 1 min read

এই বর্ষাতেই টাউনশিপে দশ হাজার গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে নিউটাউন (New Town) কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনেকেডিএ)।

কর্তৃপক্ষ রথযাত্রার দিন ১২ জুলাই এনকেডিএ ভবনে এই কাজের শুভ সূচনা করার পরিকল্পনা নিয়েছে। ১৫ জুলাই অবধি নিউটাউনের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপন হবে। বনমহোৎসবের অনুষ্ঠানে বনদপ্তর চারাগাছ বিতরণ করবে।

বিভিন্ন এনজিও এবং এলাকার বাসিন্দারা গাছ রোপন (tree planting) এবং রক্ষনাবেক্ষণের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বাঁশ গাছ অন্যান্য গাছের তুলনায় ৩০% বেশি অক্সিজেন সরবরাহ করে। বিএ ব্লকে লাগানো হবে বাঁশ গাছ। এক আধিকারিক বলেন, বৃক্ষ রোপনে মিয়াওয়াকি পদ্ধতি অবলম্বন করে একটি শহুরে বনাঞ্চল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেখানে বিভিন্ন প্রজাতির দেশী গাছ থাকবে। এই গাছগুলির রক্ষনাবেক্ষনের দায়িত্ব নেবে এনজিওগুলি। গাছ লাগানো হয়ে গেলে একটি বৃক্ষ সংরক্ষণ কমিটিও গঠন করা হবে। নিউটাউনে প্রায় ৪০ টি সবুজাঞ্চল রয়েছে।

নিম, নারকেল, কলা, পেয়ারা, বাতাবি, সজনে সব ধরনের গাছই টাউনশিপের ফাঁকা জায়গায় লাগানো হয়েছে। গত বছরের আম্পান ঝড়ে ৪৬৪৭ টি গাছ উপড়ে যায়। ৩৭৩৮ টি গাছ পুনরায় লাগানো হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#tree planting, #Kolkata, #New Town.

আরো দেখুন