দেশ বিভাগে ফিরে যান

যোগী সরকারের বিরুদ্ধে খবর করলেই হেনস্তা সাংবাদিকদের, প্রতিবাদে এডিটরস গিল্ড

July 12, 2021 | < 1 min read

উত্তরপ্রদেশে সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারছে না। অপরাধ, প্রশাসনের মাত্রাধিক্যতা বা কোভিড ব্যবস্থাপনা নিয়ে রাজ্যের বিরুদ্ধে কথা বললে সাংবাদিকদের শাস্তি দেওয়া হচ্ছে, এমনকি আটকে রাখাও হচ্ছে, এমনি বার্তা দিল এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া (Editors Guild of India)।

১০ই জুলাই উন্নাওতে (Unnao) স্থানীয় সাংবাদিক কৃষ্ণ তিওয়ারির যখন ব্লক প্রমুখ নির্বাচনের সময় খবর সংগ্রহ করছিলেন, তখন তাঁর ওপর হামলা চালায় সেখানকার চিফ ডেভেলপমেন্ট অফিসার দিভ্যানশু প্যাটেল। প্যাটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকারকে দাবি জানিয়েছে এডিটরস গিল্ড।

এডিটরস গিল্ড জানিয়েছে কৃষ্ণ তিওয়ারির ওপর হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, উত্তর প্রদেশে প্রশাসন সংবাদ মাধ্যমের সঙ্গে এরকম আরো ঘটনা ঘটার জন্য দায়ী।

২০২০র অক্টোবরে হাতরাসে যখন এক দলিত মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়, তখন সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে গ্রেপ্তার করা হয় কুখ্যাত ইউএপিএ আইনে। বুদ্ধিজীবীরা ও তাঁর পরিবার দাবি করে তাঁর ন্যায্য বিচারের জন্য, কিন্তু তা নস্যাৎ করা হয়েছে। এডিটরস গিল্ডের বার্তায় এই কথাও উঠে এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #journalist, #Editors Guild of India

আরো দেখুন