রাজ্য বিভাগে ফিরে যান

বিধি মেনেই আজ ভক্তহীন রথযাত্রা বাংলায়, শুভেচ্ছা মমতার

July 12, 2021 | 2 min read

 আজ সোমবার কোভিড বিধি মেনেই রাজ্য জুড়ে পালিত হবে ভক্তহীন রথযাত্রা উৎসব। তবে কোথাও কোথাও ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং নিউজ চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে জগন্নাথদেবের রথযাত্রা। কলকাতার ইসকন প্রতিষ্ঠানের ঐতিহ্যবাহী রথ ছাড়াও মাহেশ, গুপ্তিপাড়া, মহিষাদল, নৈহাটির কাঁঠাল পাড়া,  ৫০০ বছরেরও প্রাচীন চৈতন্যদেবের পদধূলিধন্য পাঠবাড়ি আশ্রম, বলরাম মন্দির, কাশীপুর রাসবাড়ির রথযাত্রা উল্লেখযোগ্য। কোভিড পরিস্থিতির কারণে এবার ইসকনের ৫০তম বর্ষে কলকাতা রথযাত্রার হচ্ছে একটু ভিন্ন আঙ্গিকে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, আজ, সোমবার দুপুরে জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রাদেবী আলবার্ট রোডের মন্দির থেকে গুরুসদয় রোডে ইসকন হাউসে যাত্রা করবেন। থাকবে ১৫টি গাড়ির এক বিশাল কনভয়। সামনে থাকবে কলকাতা পুলিসের পাইলট ভ্যান।

রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এক ট্যুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, রথযাত্রার শুভক্ষণে সকলকে আন্তরিক শুভেচ্ছা ! জগন্নাথের কাছে প্রার্থনা করি আমার সমস্ত ভাই ও বোন যেন সুরক্ষিত থাকে । সকলের মঙ্গল কামনা করি ।

তিন কিলোমিটার পথ পরিক্রমা করে ওই বিগ্ৰহ পৌঁছাবে তাঁদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। সেখানেই তাঁরা ২০ জুলাই বিকেল চারটে পর্যন্ত অবস্থান করবেন। ওইদিন সন্ধ্যা পাঁচটায় জগন্নাথদেব, বলদেব ও দেবী সুভদ্রা পুলিসি এসকর্ট নিয়ে ফিরে আসবেন আলবার্ট রোডের ইসকন মন্দিরে। মাসির বাড়ি অবস্থানকালে কোভিড বিধি মেনে খুব অল্পসংখ্যক ভক্ত সেখানে বিগ্রহ দর্শন করতে পারবেন। সংস্থার তরফে জানানো হয়েছে, রথযাত্রা শুরুর প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুর ১২ টায় সেখানে জগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবীর জন্য ভোগ এবং নৈবেদ্য পাঠাবেন। তবে মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে মন্দিরে আসবেন না। 


অন্যদিকে, বহু ইতিহাসের সাক্ষী মাহেশ ও গুপ্তিপাড়াতেও রথের শোভাযাত্রা বন্ধ থাকছে। প্রসঙ্গত, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসেও মাহেশের রথের মেলার কথা সবিস্তার বর্ণিত রয়েছে। অন্যান্য প্রাচীন মঠ-মন্দিরে রথের দড়িতে টান পড়লেও সেখানে ভক্তদের প্রবেশ এবারও পুরোপুরি বন্ধ থাকছে। অন্যদিকে, বাছাই করা সেবাইতদের  (যাঁদের আরটিপিসির রিপোর্ট নেগেটিভ) নিয়ে পুরীতেও এবার রথযাত্রার যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান পালিত হবে। তবে সেই অনুষ্ঠানও হবে সম্পূর্ণ ভক্তহীন। তাই সেখানে  জনপ্লাবনের কোনও প্রশ্নই উঠছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#rath jatra, #rath yatra

আরো দেখুন