রাজ্য বিভাগে ফিরে যান

পৃথক উত্তরবঙ্গের দাবি রাজ্যের মানুষ মানবেন না: বিমান বন্দ্যোপাধ্যায়

July 13, 2021 | < 1 min read

কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরেও বাংলা ভাগের দাবিতে সরব হয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা (John Barla)। এদিকে তাঁর সঙ্গে সুর মিলিয়েছেন উত্তরবঙ্গের বিজেপির একাধিক বিজেপি (BJP) বিধায়কও। এবার সেই দাবির বিরুদ্ধে মুখ খুললেন খোদ বিধানসভার স্পিকার। নেপালি কবি ভানু ভক্তের জন্মতিথিতে বিধানসভায় এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) । তিনি বলেন, ‘যে বিচ্ছিন্নতাবাদী শক্তি পৃথক উত্তরবঙ্গের দাবি তুলছে তারা বিফল হবে। তিনি আরও বলেন, ইদানিং আমরা লক্ষ্য করছি অনেকে উত্তরবঙ্গকে পৃথক করার হাওয়া তুলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের রাজ্যকে যারা ভাগ করার চক্রান্ত করছে সেটা রাজ্য সরকার বরদাস্ত করবে না। বাংলায় যেমন পাহাড় আছে, তেমনি সমুদ্র আছে, জঙ্গল আছে, নদী আছে। এটাই পশ্চিমবঙ্গের বৈচিত্র। সুতরাং যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তি উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে আমার মনে হয় এই রাজ্যের মানুষ তাদের সেই সম্মতি দেবে না।’ 

ওয়াকিবহাল মহলের মতে এদিন অধ্যক্ষ সতর্ক করলেন তাঁদের যাঁরা বঙ্গভঙ্গের দাবি তুলেছেন। এদিকে তাৎপর্যপূর্ণভাবে এদিন তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, বিষ্ণুপ্রসাদ শর্মা প্রমুখ। তবে জন বারলার দাবিকে ঘিরে বিতর্কের জল যে বহুদূর গড়িয়েছে তা এদিন বিধানসভার অধ্যক্ষের কথায় অনেকটাই পরিস্কার। পাশাপাশি রাজ্যভাগের দাবির বিষয়টিকে যে রাজ্য সরকার ভালোভাবে নেয়নি সেটাও এদিন অনেকটাই কার্যত খোলসা করে দেন অধ্যক্ষ। পাশাপাশি রাজ্যের মানুষও যে এই দাবিকে মেনে নেবেন না সেটাও জানিয়ে দেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Biman Banerjee, #separate state, #North Bengal

আরো দেখুন