আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ভারতে এখনই প্রত্যার্পণ নয়, ডমিনিকায় শর্তসাপেক্ষ জামিন পেলেন মেহুল চোকসি

July 13, 2021 | < 1 min read

ডোমিনিকা জেল থেকে অবশেষে জামিন পেলেন পিএনবি কাণ্ডে অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। শারীরিক অসুস্থতার কারণেই এই মুক্তি। জানা গিয়েছে, চিকিৎসার জন্য চোকসির শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে ডোমিনিকা আদালত। জলপথে অবৈধভাবে ডোমিনিকায় প্রবেশের অভিযোগে সে দেশের পুলিশের হাতে গ্রেফতার হন পিএনবি মামলায় অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি। জলপথে অবৈধভাবে ডোমিনিকায় প্রবেশের অভিযোগে সে দেশের পুলিশের হাতে গ্রেফতার হন পিএনবি মামলায় অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি।

বহু আইনি টানাপোড়নের পর অবশেষে জামিন পেলেন মেহুল চোকসি। পিএনবির ১৩ হাজার কোটি টাকা কেলেঙ্কারি কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত নীরব মোদীর (Nirav Modi) মামা মেহুল চোকসি। পিএনবি কেলেঙ্কারি সামনে আসার মুখেই ২০১৮ সালে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন মেহুল। অ্যান্টিগা সরকার পলাতক হিরে ব্যবসায়ীকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা চিন্তাভাবনা শুরু করতেই অ্যান্টিগা ছেড়ে কিউবা পালানোর পরিকল্পনা করেন মেহুল। সেই প্ল্যান মতোই বোটে ডোমিনিকা পৌঁছান কিন্তু ২৭ মে তাঁকে গ্রেফতার করে ডোমিনিকার পুলিশ। বেআইনিভাবে দেশে প্রবেশের কারণে চোকসির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

ডোমিনিকা পুলিশের হাতে ধরা পড়ার পর চোকসির জেলবন্দি ছবি প্রকাশ্যে আসে, যেখানে তাঁর চোখ ফুলে লাল, দু’হাতে আঘাতের চিহ্ন। এই আঘাতের কারণেই হাসপাতালে চিকিৎসা চলছে চোকসির। জামিনের মামলার পাশাপাশি চলছে পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত ৬২ বছরের ব্যবসায়ীর প্রত্যপর্ণের মামলাও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mehul Choksi, #Dominica, #Bail

আরো দেখুন