বিনোদন বিভাগে ফিরে যান

মহাপ্রভুকে নিয়ে সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ – যীশুর জায়গায় এলেন অনির্বাণ

July 13, 2021 | 2 min read

প্রায় প্রাচীন অরণ্যের প্রবাদে পরিণত হয়েছিল যিশু সেনগুপ্ত এবং সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) বন্ধুত্ব। কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে সৃজিতের হাত ধরেই ফিরেছিলেন যিশু। একের পর এক সুপারহিট সব ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই পরিচালক-অভিনেতা জুটি। তবে এবার নাকি সেই সম্পর্কে ফাটল ধরেছে বেশ অনেকটাই। তার জেরেই শোনা গেল সৃজিতের নতুন ছবিতে ‘নায়ক’ হওয়ার প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দিয়েছেন যিশু! অনেকদিন ধরেই শ্রীচৈতন্যকে নিয়ে ছবি করার পরিকল্পনা ফেঁদে রেখেছেন সৃজিত। সেই ছবির প্রযোজকের দায়িত্বে রয়েছেন ‘জাতিস্মর’ ছবি খ্যাত রানা সরকার। বছর দু’য়েক আগে একবার সেকথা জানিয়েওছিলেন। মাঝে সেই ছবি নিয়ে কথা শোনা না গেলেও সম্প্রতি ফের একবার সেই ছবি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে পরিচালক-প্রযোজক দু’পক্ষের তরফেই।

ছবির নাম রাখা হয়েছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’। সংবাদ মাধ্যমকে এই নাম জানানোর পাশাপাশি প্রযোজক রানা সরকার (Rana Sarkar) আরও বললেন যে ছবিতে শ্রীচৈতন্যর (Shri Chaitanya Mahaprabhu) জীবনের বড় একটা অংশ তো থাকবেই তার সঙ্গে থাকবে চৈতন্যদেবের অন্তর্ধান রহস্যর খুঁটিনাটি বিষয়ও। তবে পুরোপুরি পিরিয়ড ফিল্ম হবে না এই ছবি। কেন হবে না সে সেই জবাবে অবশ্য এখনই জানাতে নারাজ তিনি। তবে যিশু আর থাকছেন না ‘মহাপ্রভু’-র চরিত্রে। তবে কে আসছেন তাঁর জায়গায়? সে বিষয় না ভাঙলেও রানা সরকার জানালেন, ‘নতুন,পুরোনো সবরকম ‘অপশন’-ই ভেবে দেখা হচ্ছে। আলোচনা চলছে। এখনই কিছু ফাইনাল হয়নি।’ 

অবশ্য, ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন যিশুর বদলে এই ছবিতে ‘মহাপ্রভু’-র চরিত্রে নাকি এবার দর্শকদের সামনে হাজির হবেন অনির্বাণ ভট্টাচার্য! (Anirban Bhattacharya) অবশ্য সে প্রসঙ্গ উঠতেই সরাসরি এ খবরকে স্রেফ ভুয়ো বলে উড়িয়ে দিলেন ‘চতুষ্কোণ’ ছবি খ্যাত এই প্রযোজক। বললেন, ‘একেবারেই নয়। অনির্বাণ এই ছবিতে অবশ্যই রয়েছেন অন্যতম মুখ্যভূমিকায়। তবে মহাপ্রভু হিসেবে নয়। অনির্বাণের চরিত্রটি ছাড়া এই ছবি অসম্পূর্ণ এটুকু বলতে পারি আমি।আর সঙ্গে এটাও বলব যিশুকে ভীষণভাবে চেয়েছিলাম এই ছবিতে শ্রীচৈতন্যের ভূমিকায়। কারণ নিজের অভিনয়ের কেরিয়ার যেহেতু ‘মহাপ্রভু’ হিসেবেই শুরু করেছিল ও, তাই আজও পর্দায় ‘শ্রীচৈতন্য’ বলতে এককথায় ওঁকেই মনে পড়ে যায় বাঙালি দর্শকের। কিন্তু ওঁর ব্যস্ততার সুবাদেই এই ছবিতে কাজ করতে পারবে না যিশু। আমাকে অন্তত তাই বলা হয়েছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Srijit Mukherji, #Anirban Bhattacharya, #Shri Chaitanya Mahaprabhu, #Chaitanya Mahaprabhu Mystery

আরো দেখুন