কলকাতা বিভাগে ফিরে যান

১২ই আগস্ট আবার নন্দীগ্রাম শুনানি, শুভেন্দুকে নোটিশ আদালতের

July 14, 2021 | < 1 min read

সোমবার এজলাস বদল হয়েছে। এরপর আজ দুপুর ২:৩০টা নাগাদ নন্দীগ্রাম (Nandigram) মামলার শুনানি হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) । বিচারপতি শম্পা সরকারের এজলাসে শুরু হল এই মামলার সওয়াল‌ জবাব।

আগামী ১২ই আগস্ট পর্যন্ত মুলতুবি হল শুনানি। এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি নির্বাচন কমিশনকেও নোটিশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে কৌশিক চন্দের এজলাসে এই মামলার শুনানির বিরুদ্ধে সুর চড়িয়েছিল‌ তৃণমূল। ওই বিচারপতি বিজেপি ঘনিষ্ঠ বলে দাবি করেছিল ঘাসফুল শিবির। এরপর নিজেই সরে দাঁড়ান বিচারপতি।

ভোটের ফলের দিনই প্রথমে ১২০০ ভোটে জিতেছেন মমতা ব্যানার্জি, এমন খবর আসছিল। কিন্তু পর মুহূর্তেই দেখা যায় শুভেন্দু ১৯৫৬ ভোটে মমতাকে পরাস্থ করেছেন। এরপর থেকেই কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা। অভিযোগ ছিল, গণনায় কারচুপি হয়েছে।

এরপর মামলা দায়েরের পর এজলাস বদল নিয়ে দীর্ঘ টালবহানা চলে‌। এবার অবশেষে হতে চলেছে এই মামলার শুনানি। কী রায় দেয় আদালত, তার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #calcutta high court, #Nandigram Case

আরো দেখুন