দেশ বিভাগে ফিরে যান

পেগাসাসের সঙ্গে কোনও সম্পর্ক নেই, নিজের মুখে বলুক সরকার- সুদীপ বন্দ্যোপাধ্যায়

July 20, 2021 | < 1 min read

বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে শুরুতেই উত্তাল সাংসদ। বিক্ষোভের জেরে সাময়িক মুলতুবি সংসদের দুই কক্ষেই। পেগাসাস ইস্যুতে দিতে হবে জোর, সংসদে অধিবেশন শুরুর আগেই নিজেদের মধ্যে বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নেন বিরোধী নেতারা। মোদি সরকারকে বিঁধতে মরিয়া বিরোধীরা। মুলতুবি প্রস্তাব আনতে চেয়ে লোকসভায় নোটিস দিয়েছে কংগ্রেস ও তৃণমূল। পাশাপাশি আলোচনা চেয়ে রাজ্যসভাতেও নোটিস দিয়েছে তৃণমূল। রয়েছে বিক্ষোভ কর্মসূচিও। পেগাসাস বিতর্কে প্রতিবাদ জানাতে সংসদ ভবনে সামনে অধিবেশন শুরুর আগে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা।

আজ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) বলেন, “এই পেগাসাস স্পাইওয়্যার সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। যাঁদের ফোন ট্যাপ করা হয়েছে তাঁদের মধ্যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামও রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামও এতে আছে। সেটা হয়তো প্রকাশিত হয়নি। এই যে একটা প্রচেষ্টা যা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে কাঠগড়ায়, চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এটা আমরা কিছুতেই মানতে প্রস্তুত নই। আমরা এটাই সরকারের কাছে জানতে চাই, যে সরকার এসে বলুক এই পেগাসাসের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এই ঘোষণা যতক্ষণ না হচ্ছে, সন্দেহের বীজ বপন হয়েই থাকছে। আমরা এর পূর্ণাঙ্গ আলোচনা চাই।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #tmc, #Sudip Banerjee, #Pegasus Spyware, #Pegasus Scandal, #Sudip Bandyopadhyay

আরো দেখুন