পেগাসাস কাণ্ডে বিশেষ তদন্ত কমিটি গঠন ইজরায়েলের
পেগাসাস কাণ্ডে (Pegasus scandal) তদন্তের জন্য উচ্চপর্যায়ের মন্ত্রীদের নিয়ে কমিটি গঠন করল ইজরায়েল (Israel)। কমিটির নেতৃত্বে রয়েছে ইজরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। সরাসরি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং বিশেষজ্ঞদের বিষয়টি সম্পর্কে জবাবদিহি করাই তাদের কাজ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইরজায়েলি সংস্থা এনএসও গ্রুপের মুখপাত্র জানিয়েছে, ‘আশা করছি, আমাদের সংস্থার কাজকর্ম আগের মতোই স্বাভাবিক থাকবে।’ তবে প্রতিরক্ষা মন্ত্রককে বিষয়টি নিয়ে কিছুই বলতে পারবে না এই নবগঠিত কমিটি। অথচ, এনএসও গ্রুপের পেগাসাস স্পাইওয়্যারের রপ্তানি সংক্রান্ত যাবতীয় বিষয় তারাই দেখভাল করে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও বিষয়টি নিয়ে মুখ খোলা হয়নি। যদিও বিশ্বজুড়ে পেগাসাস বিতকর্র পর মঙ্গলবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গাৎজ বলেছিলেন, ‘সন্ত্রাসবাদ এবং অপরাধ দমনের জন্যই সরকারি গোয়েন্দা সংস্থাগুলি এই স্পাইওয়্যার ব্যবহার করবে বলে আমরা আশা করি।’ কিন্তু এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করেই বিশ্বের তাবড় তাবড় রাজনীতিবিদ, সাংবাদিকদের ফোনে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ।