রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় গতি পেয়েছে ‘জলস্বপ্ন’ প্রকল্প

July 25, 2021 | 2 min read

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাধের ‘জলস্বপ্ন’ (Jal Swapno) প্রকল্পে গতি বাড়ছে। প্রতিদিন এখন এক লক্ষ বাড়িতে সংযোগ করার কাজ চলছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি। রোজ সংযোগের হিসেবে অন্য রাজ্যের তুলনায় এগিয়ে রয়েছে বাংলা। রোজই প্রায় দেশের মধ্যে এক, দুই ও তিন নম্বরে স্থানে রয়েছে বাংলা। বর্তমান আর্থিক বছরে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এক কোটি বাড়িতে পরিস্রুত পানীয় জলের সংযোগ দেওয়ার। তার জন্য চুক্তির ভিত্তিতে ইঞ্জিনিয়ার নিয়োগ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করে দ্রুতগতিতে নদী থেকে জল তুলে পরিশোধন করে মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া যেতে পারে।


 গত আর্থিক বছরে জলস্বপ্ন প্রকল্পের গতি সেভাবে ভালো ছিল না। গত আর্থিক বছরের লক্ষ্যমাত্রা ছিল ৫৫ লক্ষ। কিন্তু জলের সংযোগ হয়েছে ১৫ লক্ষ। এবার বিধানসভা ভোটের পরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় নতুন করে উদ্যোগ নেওয়ায় কাজের গতি বেড়েছে। তিনি প্রত্যেক জেলার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করছেন। সময়সীমা বেঁধে কাজ করার নির্দেশ দিচ্ছেন। সম্প্রতি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব অজিত বর্ধন সহ চিফ ইঞ্জিনিয়ারদের সঙ্গে ওই প্রকল্পের পর্যালোচনা করেন। এরপরে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্যসচিব এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের সঙ্গে ওই প্রকল্প নিয়ে আলোচনা করেন। 


এরপরেই যেন কাজের গতি বেড়ে গিয়েছে। প্রতিদিন জলের সংযোগ বাড়ানোর জন্য জেলায় জেলায় নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো কাজ শুরু হয়েছে, গত তিন মাসের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে জোরকদমে। রাজ্যের গ্রামাঞ্চলে ১ কোটি ৭৩ লক্ষ বাড়ি আছে। সেই সব বাড়িতেই পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম লক্ষ্য।    

TwitterFacebookWhatsAppEmailShare

#Jal Swapno project

আরো দেখুন