উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

এক মিনিটে ২৯ অভিনেতার গলা নকল করে রেকর্ড গড়লেন এক বাঙালি

July 28, 2021 | 2 min read

এক মিনিটে ২৯ জন বলিউড ও টলিউড শিল্পীর গলা নকল করে বিশ্বরেকর্ড গড়লেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ময়ূখ ভট্টাচার্য। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান থেকে শুরু করে উৎপল দত্ত, প্রসেনজিৎ, চিরঞ্জিতের গলা অবিকল নকল করে ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসের বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মাত্র ৬০ সেকেন্ডে বিভিন্ন অভিনেতার গলা নকল করে সবাইকে অবাক করে দেন ময়ূখ। তাঁর মতে, এই ধরনের প্রতিভা নিয়ে এর আগে বিশ্বে কেউ ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসে নাম তুলতে পারেনি। গত ২৯ জুন তিনি এই রেকর্ড করেন। এই কৃত্বিত্বের জন্য গত বুধবার মেডেল ও সার্টিফিকেট হাতে পেয়েছেন তিনি। বিশ্বের দরবারে তাঁর এই প্রতিভা স্বীকৃতি পাওয়ায় খুশি ময়ূখের পরিবার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বন্ধু, প্রতিবেশী সকলেই। ময়ূখ বলেন, ছোটবেলা থেকেই আমার বিভিন্ন মানুষের গলা নকল করার নেশা। এই স্বীকৃতি পেয়ে আমি খুশি। এশিয়া বুক অব রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অব রেকর্ডসেও আমার নাম রয়েছে। সেই মেডেল ও সার্টিফিকেট কয়েক দিনের মধ্যেই হয়তো হাতে পেয়ে যাব। ভবিষ্যতে গিনেস বুকে নাম তোলার ইচ্ছা রয়েছে।


ময়ূখ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাগ্রোনমিতে স্নাতকোত্তরে প্রথম বর্ষের ছাত্র। বাড়ি জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানার গোমস্তাপাড়ায়। তিনি হস্টেলে থেকেই পড়াশোনা করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অফলাইন পঠনপাঠন বন্ধ থাকায় বাড়িতে থেকেই অনলাইনে পড়াশোনা করছেন। তাঁর বাবা উত্তরবঙ্গের এগ্রিকালচার এক্সটেনশন অফিসার। ময়ূখ জানান, তৃতীয় শ্রেণিতে পড়ার সময় ‘ভানু এলো কলকাতায়’ কমিকস শুনে প্রথম গলা নকলের ইচ্ছা জাগে। এরপর টিভিতে বিভিন্ন কমেডি শো দেখে তা রপ্ত করেন তিনি। এই মুহূর্তে তিনি অন্তত ১৫০ জন শিল্পীর গলা নকল করতে পারেন। রেকর্ড গড়ার জন্য এক মিনিটে ৫০ জন শিল্পীর গলা নকল করার টার্গেট নিলেও শেষ পর্যন্ত ওই ৬০ সেকেন্ডে তিনি ২৯ জনের গলা নকল করতে সক্ষম হন। এই এক মিনিটে ২৯ জন শিল্পীর গলায় এক লাইন করে ডায়লগ বলেছেন ময়ূখ। পাশাপাশি নাটকে অভিনয় করতেও ভালো লাগে তাঁর। দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে যে ইয়ুথ ফেস্টিভ্যালের আয়োজন করে, তাতে পরপর তিনবার নাটক করেছেন তিনি। ভবিষ্যতে সিনেমা জগতে অভিনয় করার ইচ্ছা রয়েছে ময়ূখের।

TwitterFacebookWhatsAppEmailShare

#mimicry, #mayukh bhattacharya, #record

আরো দেখুন