দেশ বিভাগে ফিরে যান

প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল, উত্তীর্ণ রেকর্ড ৯৯.৩৭ শতাংশ পড়ুয়া

July 30, 2021 | < 1 min read

শুক্রবার প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল। অতিমারি পরিস্থিতিতে রেকর্ড পাশের হার দ্বাদশের পরীক্ষায়। এ বার উত্তীর্ণ হয়েছেন ৯৯.৩৭ শতাংশ পড়ুয়া। দ্বাদশ শ্রেণিতে এ বছর কোনও পরীক্ষা হয়নি। অভ্যন্তরীণ মূল্যায়ন পদ্ধতি মেনে প্রকাশ করা হল ফলাফল।

এ বছরের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ভাল ফল করেছেন ছাত্রীরা। ছাত্রীদের পাশের হার ৯৯.৬৭ শতাংশ, অন্য দিকে ছাত্রদের পাশের হার ৯৯.১৩ শতাংশ। উল্লেখযোগ্য ভাবে রূপান্তরকামী পড়ুয়াদের পাশের হার ১০০ শতাংশ।

সিবিএসই বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in থেকে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। বোর্ডের নিজস্ব অ্যাপ থেকেও জানা যাবে ফল।

ফলাফল দেখার সময়ে সিবিএসই-র ওয়েবসাইট কোনও ভাবে বিকল হয়ে পড়ে, তা হলে আরও কয়েকটি ওয়েবসাইট বা অ্যাপ থেকে পড়ুয়ারা পরীক্ষার ফল জানতে পারবেন। যেমন— results.gov.in, digilocker.gov.in, UMANG app, SMS Organiser, Digiresult।

বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, কোনও পড়ুয়া যদি পরীক্ষা ফল নিয়ে অসন্তুষ্ট হন, সে ক্ষেত্রে লিখিত পরীক্ষায় বসতে পারবেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#cbse board exams, #Result

আরো দেখুন