দেশ বিভাগে ফিরে যান

ত্রিপুরাবাসীকে কের পুজার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

July 31, 2021 | < 1 min read

ত্রিপুরায় (Tripura) আজ ঐতিহ্যবাহী কের পুজা (Ker Puja) অনুষ্ঠিত হয়েছে। আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে প্রথা মেনে জনজাতিদের এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সকলকে শুভেচ্ছা জানিয়ে করোনা-প্রকোপের পরিস্থিতিতে সকলের মঙ্গল কামনা করে টুইট করলেন। তিনি লেখেন, ‘কের পুজোর এই পবিত্র তিথিতে সকল ত্রিপুরাবাসীকে আমার শুভেচ্ছা। সকলের মঙ্গল কামনা করি।’

ত্রিপুরার রাজবংশের অন্যতম ধর্মীয় উত্সব কের পুজা| শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমীতে সাত দিনের খারচি পুজা ১৪ দেবতার মন্দিরে শেষ হওয়ার পরের সাত দিনের মাথায় শুরু হয় কের পুজা| হিন্দু ধর্মের দেব-দেবীর পুজায় যে সব আচার-উপাচার দেখা যায়, তা কের পুজায় দেখা যায় না| প্রথমত, উপাস্য দেব-দেবীর কোনওরকম মূর্তি নেই এই পুজায়| এর আচার-অনুষ্ঠান অনুপম| আদিভৌতিক শক্তির ভয় থেকে রক্ষা পেতে এই পুজা করা হয় এবং আচার-অনুষ্ঠানের পুরোহিত এবং যার নির্দেশে এই পুজা সম্পাদিত হয় তাঁর নাম চন্তাই| কের পুজায় কঠোর নিয়মকানুন মানা হয়| ওই নিয়ম চন্তাই যেমন নিখুঁতভাবে মানেন, তেমনি এই নিয়ম পালনে জন-ঘোষণাও করা হয়| এটাও তাঁদের পরম্পরাগত রীতি| বলা হয়ে থাকে, যে এই নিয়ম ভঙ্গ করবেন তাঁকে দৈবশক্তির কাছে শাস্তি পেতে হবে|

কের ও খারচি, উভয় পুজাই রাজ-পরিবরের ও ত্রিপুরী উপজাতিদের পুজা| কিন্তু, ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এবং গণতান্ত্রিক শাসন কায়েম হতেই উভয় পুজার পৃষ্ঠপোষক রাজ্য সরকার স্বয়ং| দুটো পূজার ক্ষেত্রেই সরকারি পুলিশ পুজার পবিত্রতা রক্ষায় নিয়োজিত থাকে|

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #tripura

আরো দেখুন