কলকাতা বিভাগে ফিরে যান

‘নিরাপত্তারক্ষী তুলে নিন’, কেন্দ্রের কাছে আর্জি বিদ্রোহী এই বিজেপি সাংসদের

August 2, 2021 | < 1 min read

‘আমি তৃণমূল কংগ্রেসেই আছি। আমি তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে চিরকালই ছিলাম। তৃণমূল কংগ্রেসের সঙ্গেই কাজ করেছি।’ একথা জানিয়েছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। সেই সুনীল মণ্ডল (Sunil Mondal) যাঁকে ২১শের নির্বাচনের আগে শুভেন্দুর সঙ্গে দেখা গিয়েছিল বার বারই। সেই সময় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বার বারই বিজেপির নেতৃত্বের আস্থাভাজন হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু নির্বাচনে গেরুয়া শিবিরের ভরাডুবির কিছুদিন পর থেকেই সুনীল মণ্ডলের গলায় ভিন্ন সুর। শুধু তাই নয় বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছিল। এবার সেই কেন্দ্রীয় বাহিনীকে তুলে নেওয়ার জন্যও তিনি চিঠি দিলেন সিআরপিএফ দফতরে।

নিজের প্যাডে তিনি এই চিঠি দিয়েছেন। তিনি চিঠিতে লিখেছেন ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি এই নিরাপত্তাবাহিনীর খরচ বহন করার মতো অবস্থায় নেই।’ এব্যাপারে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আবেদন করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রের দেওয়া নিরাপত্তা বাহিনী এখন সুনীল মণ্ডলের কাছে কার্যত গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রের নিরাপত্তা বাহিনী নিয়ে এলাকায় ঘুরে বেড়িয়ে বিজেপি বিরোধিতায় সুর চড়ানো কিংবা তৃণমূলের জয়গান গাওয়া যে কতটা অস্বস্তির তা কার্যত টের পেয়েছেন তিনি। সেকারণে কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দিয়ে হাঁফ ছাড়তে চান তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Sunil Mondal

আরো দেখুন