করোনা আবহেও লাল-হলুদ সমর্থকদের আশা জোগালেন মমতা
আগেরবার শেষমুহূর্তে তাঁর হস্তক্ষেপে আইএসএলে খেলার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। এবার চরম ডামাডোলের মধ্যেও লাল-হলুদ সমর্থকদের আশা জোগালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিংকেও ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) দেখতে চান।
সোমবার নেতাজি ইন্ডোরে ‘খেলা হবে’ প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেন, ‘মোহনবাগান আইএসএলে খেলছে, চুক্তি ঠিক আছে। নো প্রবলেম। ইস্টবেঙ্গলের কি মনটা একটু খারাপ খারাপ? চিন্তা নেই। হয়ে যাবে। একটু চুক্তি-টুক্তি হচ্ছে। একটি ঝগড়াঝাটি হচ্ছে, একটু মনমালিন্য হচ্ছে। আমি চাই ইস্টবেঙ্গলও আইএসএলে খেলুক।’
দীর্ঘদিন ধরেই বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গে দ্বন্দ্ব চলছে ইস্টবেঙ্গলের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে চুক্তি জট কাটাতে ক্লাবের প্রাক্তন সচিব তথা বিশিষ্ট আইনজীবী পার্থসারথি সেনগুপ্তের দ্বারস্থ হন লাল-হলুদ কর্তারা। মধ্যস্থতাকারী হিসেবে ক্লাব এবং বিনিয়োগকারীর মধ্যে চুক্তি জট কাটানোর চেষ্টা শুরু করেন। দিনকয়েক আগেই তিনি বলেছেন, ‘ক্লাবের আইনজীবীর সঙ্গে আমার কথা হয়েছে। টার্মশিটের সঙ্গে মূল চুক্তিপত্রের কোনও পার্থক্য তারা দেখাতে পাচ্ছে না। শুধু বলে চলেছে, কোনটা হওয়া দরকার, আর কোনটা নয়। টার্মশিটে সই করার আগেই তো সবটা ভেবেচিন্তে সই করতে হত। তাও একটা সমাধানসূত্র বের করার বিষয়টা দেখছি।’
সমাধানসূত্র যে কিছুটা বেরিয়েছে, তা ইস্টবেঙ্গলের ১০২তম প্রতিষ্ঠা দিবস থেকে ইঙ্গিত মিলছে। লাল-হলুদের প্রাক্তন সচিবের মধ্যস্থতায় বিনিয়োগকারী সংস্থা অনেকটাই নমনীয় হয়েছে বলে সূত্রের খবর। চূড়ান্ত চুক্তিতে কয়েকটি পরিবর্তন করা হতে পারে। তারইমধ্যে সোমবার মু্খ্যমন্ত্রী বলেন, ‘যা যা আলোচনা হচ্ছে, ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি হচ্ছে, একটু ছেড়ে খেলুন। ছেড়ে খেললে ওটা হয়ে যাবে। আমি আশা করি, ইস্টবেঙ্গল আইএসএলে খেলবে। যতদূর আমার কাছে ইনফরমেশন আছে।’