দেশ বিভাগে ফিরে যান

হকির সাফল্যকে ৩৭০ বিলোপ, রাম মন্দিরের সাথে এক শ্রেণীতে বসিয়ে বিতর্কে মোদী

August 6, 2021 | < 1 min read

সংসদে সংশোধনী আইন এনে ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ নং অনুচ্ছেদের বিলোপসাধন। ২০২০ সালের ৫ আগস্ট ভরা করোনাকালে অযোধ্যায় রামমন্দির (Ram Mandir) নির্মাণের শিলান্যাস। আর ২০২১ সালের ৫ আগস্ট ৪১ বছর পর ভারতীয় হকি টিমের ওলিম্পিকে পদক প্রাপ্তি। পরপর তিন বছর তিনটি আনন্দের অভিঘাত, তাৎপর্য, গুরুত্ব একই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) অন্তত এরকমই মনে করেন। শুক্রবার হকি টিমের ব্রোঞ্জ পদক প্রাপ্তিকে দেশের গৌরব ও ভারতের এক অনন্য প্রাপ্তি হিসেবে যখন সবাই উদ্বেলিত, তখন মোদী এই আনন্দের সঙ্গে নজিরবিহীনভাবে তুলনা করলেন ৩৭০ নং অনুচ্ছেদ বিলোপ ও রামমন্দির নির্মাণের মুহূর্তের সঙ্গে। মোদীর এই বক্তব্যে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তর বৃহস্পতিবার সকালে একের পর এক ট্যুইট করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ৫ আগস্ট আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পর্যবসিত হয়েছে। ২ বছর আগে এই দিনেই  জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করা হয়েছিল। গত বছর এই দিনেই রামমন্দির নির্মাণের প্রথম পদক্ষেপ করা হয়েছিল। সেই নির্মাণকার্যই এখন চলছে জোরকদমে। আর আজ ৪১ বছর পর আমরা আবার বিশ্বের মধ্যে হকিতে  নিজেদের কৌলিন্য পুনরুদ্ধার করতে সমর্থ হয়েছি। মোদী বলেছেন, বিশেষ করে আমাদের যুব সমাজ এই ফলাফলে অত্যন্ত খুশি হয়েছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ মোদী মন্ত্রিসভার প্রায় সব সদস্যই ৩৭০ নং অনুচ্ছেদ বিলোপের দ্বিতীয় বর্ষপূর্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Ram Mandir, #Hockey

আরো দেখুন