দেশ বিভাগে ফিরে যান

দ্বিচারিতা বিপ্লবের, মহামারী আইনে বিরোধীদের গ্রেপ্তার, বিজেপি কর্মীদের অভিনন্দন

August 13, 2021 | < 1 min read

লক্ষ্য ২০২৩ বিধানসভা নির্বাচন। তার আগেই জনসংযোগ বাড়াতে ত্রিপুরায় (Tripura TMC BJP) আজ একযোগে হাজির ছিলেন ৯ সাংসদ ও বাংলার ১ মন্ত্রী(Tripura TMC)। যাদের প্রধান কাজই ছিল আগামী সোমবার খেলা হবে দিবস (Khela Hobe Divas) পালন করা।

প্রসঙ্গত, সাংসদ দোলা সেন ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে গত ৮ আগস্ট খোয়াই থানায় সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগ এনেছে ত্রিপুরা পুলিশ। তার পরেই ত্রিপুরার মাটিতে পা রেখেছেন ব্রাত্য-দোলা।

আজই আবার তৃণমূলের বিরোধীতায় মিছিলে সামিল হন বিজেপি সমর্থকরা। কোভিড বিধির তোয়াক্কা না করে হাজার হাজার বিজেপি সমর্থক মিছিলে হাঁটেন। আর তাদের এই নিয়ম লঙ্ঘনে টুইট করে বাহবা দেন খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। টুইটে ত্রিপুরার মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আজ সারা রাজ্যে বিজেপি যুব মোর্চা ও মহিলা মোর্চার কার্যকর্তারা যেভাবে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছেন তা প্রশংসনীয়।’

যেই বিপ্লব দেবের (Biplab Kumar Deb) সরকার কিছুদিন আগেই কোভিড বিধি লঙ্ঘনের অপরাধে গেপ্তার করেছিল বিরোধী নেতা এবং আইপ্যাকের কর্মীদের, সেই বিপ্লব দেবই নাকি এখন বিধিভঙ্গে সাধুবাত জানাচ্ছেন। এই দ্বিচারিতায় হতবাক সাধারণ মানুষ, উত্তাল নেট দুনিয়া। প্রতিবাদ করেছেন তৃণমূলের বিধায়িকা রেখা রায়। টুইটে লিখেছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী কর্মীদের বিধি লঙ্ঘনের জন্যে বাহবা দিচ্ছেন। মহামারি আইন এখন কোথায় গেল। যারা প্রতিবাদ করবে এই আইন কি শুধু তাঁদের জন্যেই?

TwitterFacebookWhatsAppEmailShare

#tripura, #Biplab Kumar Deb

আরো দেখুন