আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

আফগান রাষ্ট্রপতি গনির পদত্যাগ, ক্ষমতায় তালিবানরা

August 15, 2021 | < 1 min read

ছবি সংগৃহীত

আফগানিস্তানের রাষ্ট্রপতির (Afghan President) পদ থেকে ইস্তফা দিলেন আশরফ গনি ( Ashraf Ghani)। দেশের অভ্যন্তরীণ মন্ত্রী জানিয়েছে, কাবুলে হামলা হবে না, এই শর্তে তালিবানের (Taliban) সঙ্গে সমঝোতা হয়েছে তালিবানের সঙ্গে। আফগান বাহিনী এবং স্পেশাল ফোর্সকে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ।

টানটান উত্তেজনায় কেটেছে রাত। সকাল হতেই বিনাযুদ্ধে ক্ষমতার হস্তান্তর হয়ে গেল আফগানিস্তানে। তালিবান নেতাদের সঙ্গে মাত্র ৪৫ মিনিট বৈঠকের পরেই রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন আশরফ গনি। তাঁর জায়গায় এ বার আফগানিস্তানের রাষ্ট্রপতি হতে পারেন আর এক গনি। মোল্লা আবদুল গনি বরাদর। বর্তমানে আফগানিস্তানে তালিবানের প্রধান তিনি। রবিবার সকালে আশরফ এবং আমেরিকার কূটনীতিবিদদের সঙ্গে সমঝোতা করতে তিনিও রাষ্ট্রপতির বাসভবনে হাজির ছিলেন।

শনিবার রাতে উত্তরের মাজার-ই-শরিফ দখলের পর থেকেই কাবুলের পতনের ঘণ্টা বাজতে শুরু করেছিল। রবিবার সকালে জালালাবাদ দখল করে তাতে সিলমোহর দেন তালিবান যোদ্ধারা। তার পর রাজধানী কাবুলেও দলে দলে প্রবেশ করতে শুরু করেন তাঁরা। যদিও দলীয় নেতৃত্বের নির্দেশে কাবুলে ঢোকার মুখেই থমকে যেতে হয় তাঁদের। এর পর সরাসরি আশরফ এবং আমেরিকার কূটনীতিবিদদের সঙ্গে সমঝোতা চান বলে দাবি করেন তালিবান নেতৃত্ব। জানিয়ে দেন, গায়ের জোরে কাবুল দখল করতে চান না তাঁরা। শান্তিপূর্ণ ভাবে ক্ষমতার হস্তান্তর চান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ashraf Ghani, #Afghan President, #Taliban

আরো দেখুন