দেশ বিভাগে ফিরে যান

ত্রিপুরায় আক্রান্ত তৃণমূলের দুই মহিলা সাংসদ

August 15, 2021 | 2 min read

ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) গাড়িতে হামলা, এরপর সুদীপ রাহা, জয়া দত্ত ও দেবাংশু ভট্টাচার্যদের উপর হামলার পর এমনিতেই উত্তপ্ত হয়েছিল ত্রিপুরার রাজনীতি। এরই মধ্যে স্বাধীনতা দিবসের দিন, ত্রিপুরায় ফের আক্রান্ত হল তৃণমূল। আর এবার একেবারে দুই মহিলা তৃণমূল সাংসদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ওই দুই সাংসদ হলেন দোলা সেন(Dola Sen) ও অপরূপা পোদ্দার(Aparupa Poddar)। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে, দোলা সেনের নিরাপত্তারক্ষীর মরণ-বাঁচন অবস্থা। এমনকী সাংসদ অপরূপা পোদ্দারের মোবাইল ফোন-ব্যাগ ছিনতাই করা হয়েছে অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, দক্ষিণ ত্রিপুরা জেলার বেতাকা দিয়ে যাচ্ছিলেন দোলা সেন, অপরূপা পোদ্দাররা। তাঁদের নন্দীগ্রামে একটি দলীয় কার্যালয় উদ্বোধনের কথা ছিল। কিন্তু বেতাকা অঞ্চলে সাংসদদের গাড়ি পৌঁছতেই তা আটকে দেওয়া হয়। এরপরই হামলা চলে বলে অভিযোগ। তিনটি গাড়িতে ভাংচুর চালানো হয়। মাথা ফেটেছে দোলা সেনের নিরাপত্তা রক্ষীর।

ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে অপরুপা পোদ্দারের।

এমনকী এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের সঙ্গে ফোনেও আর যোগাযোগ করা যাচ্ছে না। তৃণমূল শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই ত্রিপুরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে।

এদিকে এদিনই স্বাধীনতা দিবসের সকালে পশ্চিম ত্রিপুরা জেলার উত্তর বনমালীপুরে তৃণমূল নেতা সুবল ভৌমিকের বাড়ির সামনে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন তৃণমূল নেতারা। বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মী হাজির ছিলেন এই অনুষ্ঠানে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি দিয়ে ‘জিতবে ত্রিপুরা’ ব্যাকড্রপ বানানো হয়েছে।

তৃণমূল সাংসদরা জাতীয় পতাকা উত্তোলনের পর দলীয় পতাকাও উত্তোলন করেন। এরপরই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন দোলা সেন, অপরূপা পোদ্দার। সেখানেই তাঁদের উপর হামলা চলে বলে অভিযোগ। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, “এই রাজ্যে স্বাধীনতা বলে কিছু নেই। মানুষ প্রতিদিন অত্যাচারিত হচ্ছে। মহিলাদের কোনও স্বাধীনতা নেই। প্রতিনিয়ত তাদের অত্যাচারের স্বীকার হতে হচ্ছে। স্বাধীনতার ৭৫ বছর পরেও কার্যত পরাধীন এই রাজ্যের মহিলারা।’

তৃণমূল সাংসদদের ওপর হামলার প্রতিবাদে ত্রিপুরার সবরুমে আজ সাংবাদিক বৈঠক করেন সাংসদ কাকলী ঘোষদস্তিদার। সেই সাংবাদিক বৈঠক থেকে সাংবাদিকদের চলে যেতে বলে রাজ্য কর্তৃপক্ষ। একইসঙ্গে তৃণমূল নেতাদেরও হোটেল ছাড়তে বলা হয়।

ত্রিপুরার একাধিক জেলাও সকাল থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা পতাকা উত্তোলন করেন। আক্রান্ত হওয়ার আগেই সাংসদ দোলা জানিয়েছিলেন, ‘এখানের মানুষের কোনও স্বাধীনতা নেই। এমন অবস্থা যে আমাদের গাড়ি, হোটেল কিছুই দেয় না।’ এরপরই আক্রান্ত হলেন দোলা নিজেই। সোমবার, ১৬ অগস্ট তৃণমূল ‘খেলা হবে দিবস’ পালন করবে ত্রিপুরায়। সেই কর্মসূচি ঘিরে আরও কোন অশান্তি বাঁধে কিনা, সেটাই এখন দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

#tripura, #tmc, #aparupa poddar, #Dola Sen

আরো দেখুন