আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

আফগানিস্তান পরিস্থিতিতে উদ্বিগ্ন বিশ্ব, বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

August 16, 2021 | < 1 min read

আফগানিস্তানের (Afghanistan) রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে রাষ্ট্রপুঞ্জের (United Nations) নিরাপত্তা পরিষদ (Security Council)। সোমবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) নেতৃত্বে এই বৈঠক হওয়ার কথা। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া এই বৈঠকের ডাক দিয়েছে বলে খবর।

সংবাদ সংস্থা পিটিআই-কে রাশিয়ার বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জামির কাবুলভ বলেছেন, ‘‘তালিবান আফগানিস্তানের দখল নিয়েছে। এই পরিস্থিতিতে পাঁচ স্থায়ী সদস্য রাশিয়া, আমেরিকা, চিন, ব্রিটেন ও ফ্রান্স এই বিষয়ে আলোচনা করবে।’’ যদিও কাবুলের দূতাবাস থেকে কর্মীদের ফেরাচ্ছে না রাশিয়া। কাবুলভ জানান, তাঁদের তালিবান প্রতিশ্রুতি দিয়েছে যে সেখানে থাকা কর্মীদের কোনও ক্ষতি হবে না।

ইতিমধ্যে গত ৩০ জুলাই আফগানিস্তানের হেরাতে রাষ্ট্রপুঞ্জের একটি কার্যালয়ে হামলা চালায় তালিবান। এক নিরাপত্তারক্ষী নিহত হন। এই পরিস্থিতিতে জয়শঙ্করের নেতৃত্বে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। এখন দেখার এই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#United Nations, #Afghanistan, #s Jaishankar

আরো দেখুন