স্বাধীনতা দিবসের মিছিলে তালিবানদের গুলি, আফগানিস্তানে মৃত বহু মানুষ
১৯১৯ সালে এই দিনেই ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা অর্জন করেছিল আফগানরা। তাই এই ১৯ আগস্টের দিনটা স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় আফগানিস্তানে (Afganistan)। এবারও তাই করতেই পথে নেমেছিলেন সাধারণ আফগান। হাতে দেশের জাতীয় পতাকা। তাঁদের লক্ষ্য করে গুলি চালাল তালিবান। পড়ল হুড়োহুড়ি। গুলির আঘাতে, পদপিষ্ট হয়ে মারা গেলেন বহু মানুষ। সংখ্যাটা এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার আফগানিস্তানের বিভিন্ন শহরের পথে নেমেছিলেন সাধারণ মানুষ। হাতে দেশের লাল, কালো, সবুজ পতাকা। মুখে স্লোগান, ‘আমাদের পতাকা আমাদের পরিচয়’। সামিল হয়েছিলেন মহিলারাও। কেউ আবার গায়ে জড়িয়েছিলেন জাতীয় পতাকা।
অনেকের মুখে স্লোগান, ‘ঈশ্বর মহত্তম’। খবর, সেই মিছিলের ওপরই গুলি চালিয়েছে তালিবান। তবে এই নিয়ে তালিবান মুখপাত্রের তরফে কিছু বলা হয়নি।
কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদেও মিছিলে সামিল হন বহু মানুষ। চলেছে গুলি। প্রত্যক্ষদর্শী মহম্মদ সেলিম জানালেন, ‘প্রথমে ভেবেছিলাম মিছিলে যাব না। যখন দেখলাম আমার প্রতিবেশিও যাচ্ছেন, তখন ঘরে থাকা পতাকা নিয়ে বেরিয়ে পড়লাম। শয়ে শয়ে লোক তখন রাস্তায়। তালিবানদের (Taliban) গুলিতে এবং পদপিষ্ট হয়ে মিছিলে হতাহত হয়েছেন অনেক। তবে সংখ্যাটা বলতে পারব না।’
দেশের উত্তরে পঞ্জশিরে প্রথম ধাক্কা খায় তালিবানরা। তার পর বুধবার জালালাবাদে। এবার দেশের বিভিন্ন শহরেই জাতীয় পতাকা নিয়ে বেরিয়ে পড়লেন মানুষ। টুইটারে এই মিছলে সমর্থন জানিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনির ডেপুটি আমিরুল্লা সালেহ। তালিবানদের হাতে দেশ আর দেশবাসীকে ছেড়ে যাবেন না। তাই এখনও মাটি আঁকড়ে পড়ে রয়েছেন আফগানিস্তানেই। নিজেকেই ঘোষণা করেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, ‘যাঁরা জাতীয় পতাকা হাতে তুলেছেন, তাঁদের কুর্নিশ।’