রাজ্য বিভাগে ফিরে যান

দেশ ও জনগণের সম্পত্তি বিক্রি করতে পারে না মোদী, তোপ মমতার

August 25, 2021 | < 1 min read

বিজেপি (BJP) সরকার সম্পত্তিকে নিজের সম্পত্তি অথবা প্রধানমন্ত্রীর সম্পত্তি বলে ভুল করে ফেলছে। ন্যাশনাল মানিটাইজেশন পাইপলাইন প্রসঙ্গে এভাবেই কেন্দ্রের কড়া সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রীর দাবি কেন্দ্রের এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক। সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘এগুলো প্রধানমন্ত্রী কিংবা বিজেপির সম্পত্তি নয়। এগুলি জাতীয় সম্পত্তি। এগুলি দেশের। প্রধানমন্ত্রী এগুলি বেচতে পারেন না। এটা একটা দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত।আমি খুব মর্মাহত এই সিদ্ধান্তে।’

প্রসঙ্গত, সোমবার ৬ লক্ষ কোটি টাকার ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ চালু করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এই প্রকল্পে রেল, বিমা, বিদ্যুৎ-সরবরাহ, পরিবহণ ইত্যাদি ক্ষেত্রের সরকারি সম্পত্তি ভাড়া দিয়ে আয় করার পরিকল্পনা সরকারের। নির্মলা জানিয়েছিলেন, মালিকানা সরকারের হাতেই থাকবে। বিরোধীদের দাবি, এটা বিকেন্দ্রীকরণের প্রথম ধাপ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Narendra Modi, #Nirmala Sitharaman

আরো দেখুন