কলকাতা বিভাগে ফিরে যান

কসবা জাল ভ্যাকসিন কাণ্ডে সাক্ষী সাংসদ মিমি চক্রবর্তী

August 28, 2021 | < 1 min read

কসবা জাল ভ্যাকসিন কাণ্ডের চার্জশিটে সাক্ষী হিসেবে নাম রয়েছে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর। ঘটনাচক্রে যিনি নিজেও এই জাল ভ্যাকসিনের শিকার। এবং মিমি চক্রবর্তীই প্রথম বিষয়টি পুলিশের নজরে আনেন৷ এই ঘটনার তদন্ত করে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’।

আলিপুর এসিজেএম আদালতে পেশ করা এই চার্জশিট প্রায় হাজার পাতার৷ এই চার্জশিটে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব ছাড়াও রবীন শিকদার, সুশান্ত দাস, শরৎ পাত্র, অরবিন্দ বৈদ্য, অশোককুমার রায়, কাঞ্চন দেব ও শান্তনু মান্নার বিরুদ্ধে অভিযোগ এনেছে সিট। চার্জশিটে খুনের চেষ্টা, ষড়যন্ত্র, ভুয়ো পরিচয়, প্রতারণা, জালিয়াতি, জাল নথিকে আসল বলে চালানোর মতো একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ এনেছেন তদন্তকারী আধিকারিকরা। চার্জশিটে সাক্ষী তালিকায় নাম রয়েছে ১৩১ জনের।

TwitterFacebookWhatsAppEmailShare

#mimi chakraborty, #fake vaccine case

আরো দেখুন