রাজ্য বিভাগে ফিরে যান

তৈরি হবে ক্যান্সার চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র, কমিটি গঠন রাজ্যের

September 1, 2021 | < 1 min read

ক্যান্সার চিকিৎসা ও গবেষণার দুই উৎকর্ষকেন্দ্র গড়তে রাজ্য স্বাস্থ্যদপ্তর ও মুম্বইয়ের টাটা মেমোরিয়াল সেন্টার ক্যান্সার হাসপাতালের (টিএমসি) শীর্ষকর্তাদের নিয়ে ১৩ জনের স্টিয়ারিং কমিটি গড়ল রাজ্য। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এই সংক্রান্ত একটি নির্দেশনামা জারি করেছেন।

স্বাস্থ্যসচিবের নেতৃত্বাধীন এই কমিটিতে টাটা মেমোরিয়ালের ডিরেক্টর ডাঃ রাজেন্দ্র এ বাদওয়ে, উপ অধিকর্তা ডাঃ পঙ্কজ চতুর্বেদী, রেডিয়েশন অঙ্কোলজি’র প্রধান ডাঃ জে পি আগরওয়াল প্রমুখ শীর্ষকর্তারাও আছেন।

প্রতি চার মাসে অন্তত একবার এই কমিটি বসবে। কী কী কাজ থাকবে এই কমিটি’র?

এক, বাংলায় ক্যান্সার চিকিৎসার পরিকাঠামো খতিয়ে দেখা এবং নতুন কী কী করা সম্ভব তাও দেখা;
দুই, রোগনির্ণয়, চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থার মানচিত্র তৈরি করা;
তিন, সরকারি বিনিয়োগ, বিমা, রেফার ইত্যাদির মানচিত্র তৈরি করা;
চার, ক্যান্সার সচেতনতা, গবেষণা এবং জনস্বাস্থ্যের সমস্যাগুলি খতিয়ে দেখা;
পাঁচ, রাজ্যের পিজি এবং উত্তরবঙ্গে তৈরি হতে চলা উৎকর্ষ কেন্দ্র সময়ে তৈরির কাজে নজরদারি করা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Cancer Treatment, #committee, #utkarsha kendro

আরো দেখুন