রাজ্য বিভাগে ফিরে যান

মানসের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে উপনির্বাচন, দিনক্ষণ ঘোষণা কমিশনের

September 9, 2021 | < 1 min read

মানস ভুইঁয়ার ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৪ অক্টোবর এই আসনের জন্য নির্বাচন হবে। সেদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিধানসভায় ভোটগ্রহণ হবে। সেই দিনই বিকেল ৫টার সময় ভোট গণনা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন, ছবি- টুইটার

বর্তমানে রাজ্য সরকারের জলসম্পদ বিকাশ ও উন্নয়ন মন্ত্রী পদে রয়েছেন মানস ভুঁইয়া। রাজ্য সরকারের মন্ত্রী হতেই রাজ্যসভা সদস্যপদ থেকে পদত্যাগ করেছিলেন মানস ভুইঁয়া। ২০২৩ সালের অগস্ট পর্যন্ত রাজ্যসভায় মেয়াদ ছিল মানস ভুইঁয়ার। তাঁ পরীবর্তে এই আসনে যেই নির্বাচিত হবেন, তাঁর মেয়াদও ২০২৩ সালের অগস্ট পর্যন্ত হবে। এদিকে মানসের আসন ছাড়াও আরও পাঁচটি রাজ্যসভা আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rajya Sabha, #Election Commision of India, #Trinamool Congress, #Manas Bhunia

আরো দেখুন