দেশ বিভাগে ফিরে যান

১৫ সেপ্টেম্বর অভিষেকের নেতৃত্বে তৃণমূলের মিছিল আগরতলায়

September 10, 2021 | 2 min read

তৃণমূল সূত্রে খবর, ১৫ সেপ্টেম্বর দুপুর ২টোয় ত্রিপুরায় (Tripura) পদযাত্রা (Rally) করবেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সঙ্গে ওই পদযাত্রায় অংশগ্রহণ করতে পারেন এরাজ্যের তৃণমূলের বহু শীর্ষ নেতা। আগামী বিধানসভা ভোটকে টার্গেট করে ত্রিপুরায় রাজনৈতিক জমি শক্ত করছে তৃণমূল। সেখানে ২১ জুলাই, খেলা হবে দিবস, রাখিবন্ধন উৎসব পালন করেছে রাজ্যের শাসক দল। ত্রিপুরায় দলীয় কার্য়ালয় তৈরি করতেও উদ্যোগ নিয়েছে তৃণমূল (TMC)।

গত দু’ মাসে এই নিয়ে তৃতীয় বার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক৷ আগামী বুধবারের মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও দলের একাধিক সাংসদ, বিধায়ক উপস্থিত থাকতে পারেন।

এই মিছিলকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনীতিতে উত্তেজনার পারদ আরও চড়বে৷ কারণ ত্রিপুরা দখলের লক্ষ্যে ঝাঁপানোর পর এই প্রথমবার রাজ্যের রাজধানীতে নিজেদের শক্তি প্রদর্শন করবে তৃণমূল৷ গত দু’ মাসে এই নিয়ে তৃতীয় বার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক৷ আগামী বুধবারের মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও দলের একাধিক সাংসদ, বিধায়ক উপস্থিত থাকতে পারেন৷

এই মুহূর্তে ত্রিপুরার রাজনৈতিক পরিবেশ যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে৷ গত কয়েকদিন ধরেই সিপিএম-বিজেপি সংঘর্ষে রাজ্যের বিভিন্ন এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে৷ গত বুধবার রাজধানী আগরতলায় সিপিএমের রাজ্য দফতর সহ বেশ কয়েকটি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি-র বিরুদ্ধে৷ পুড়িয়ে দেওয়া হয় একাধিক গাড়ি৷ সেই ঘটনায় সিপিএমের পাশেই দাঁড়িয়েছে তৃণমূল৷

এই পরিস্থিতিতে অভিষেকের নেতৃত্বে তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হতে পারে ত্রিপুরা৷ কারণ ত্রিপুরায় প্রথম বার পা দিয়েও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ তার পর থেকে একাধিকবার বিজেপি-র বিরুদ্ধে দলীয় নেতা, কর্মীদের উপরে হামলার অভিযোগে সরব হয়েছে তৃণমূল৷ এমন কি, দলীয় কর্মসূচি পালন করতে গিয়েও পুলিশ প্রশাসনের বাধা পেয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল৷ খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ত্রিপুরা পুলিশ৷

গত ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়েও অভিষেক হুঁশিয়ারি দেন, দেড় বছরের মধ্যে ত্রিপুরা দখল করবেন তাঁরা৷ গত বুধবার দিল্লিতে গিয়ে ৯ ঘণ্টা ইডি জেরার মুখোমুখি হয়েছিলেন অভিষেক৷ ফের তাঁকে তলব করেছে ইডি৷ ইডি হামলার মুখোমুখি হওয়ার পরেও অভিষেক স্পষ্ট করে দিয়েছিলেন, কেন্দ্রীয় এজেন্সির ভয়ে তিনি ঘরে বসে থাকবেন না৷ তা যে শুধু মুখের কথা নয়, তা প্রমাণ করে দিয়ে এবার ত্রিপুরায় মিছিল করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

TwitterFacebookWhatsAppEmailShare

#tripura, #abhishek banerjee, #tmc, #Rally

আরো দেখুন