পছন্দ নয় পাকিস্তানের হস্তক্ষেপ, গোষ্ঠীদ্বন্দ্ব তালিবানের অন্দরে
এবার তালিবানের মধ্যেই সঙ্কট উপস্থিত। যুযুধান দুই শিবিরে বিভাজিত হয়ে গিয়েছে তালিবান। বিরোধ তুঙ্গে পৌঁছেছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে যে শনিবারের সরকার গঠনের সূচনা অনুষ্ঠান বাতিল হয়ে গিয়েছে। একইসঙ্গে রাশিয়া শুক্রবার জানিয়ে দিয়েছে, তারা তালিবান সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেবে না। এই বিভাজনের কারণ পাকিস্তানের হস্তক্ষেপ। তালিবান সরকারের পক্ষ থেকে যে মন্ত্রীতালিকা ঘোষণা করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে সিংহভাগ জঙ্গি গোষ্ঠী হাক্কানি গ্রুপের সদস্য এবং আন্তর্জাতিক মহলের তালিকায় ঘোষিত সন্ত্রাসবাদী। আর কিছু রয়েছে কোয়েটার সুরা গোষ্ঠীর তালিবান সদস্য। যাদের দলে রয়েছে আমেরিকার সঙ্গে আলোচনা করা দোহার প্রতিনিধিদল। এই দলটিকেই আন্তর্জাতিক মহল কিছুটা উদার হিসেবে বিবেচনা করেছিল এবং ক্ষমতা হস্তান্তরে সহায়তা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এসবের মধ্যেই আমেরিকা যখন আফগানিস্তানের মাটি ছেড়ে চলে গেল, তার আগেই কাবুলে
হাজির হয়েছিলেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান ফয়েজ আহমেদ। আর তারপরই গোটা প্রক্রিয়া সম্পূর্ণ অন্যদিকে বাঁক নেয়।
পাকিস্তানের আইএসআইয়ের সক্রিয়তায় হাক্কানি গোষ্ঠীর সন্ত্রাসবাদীরাই হয়েছে তালিবান সরকারের সবথেকে ক্ষমতাবান মন্ত্রী। অভ্যন্তরীণ মন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী সকলেই এই গোষ্ঠীর। আর তার ফলে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আগেই তালিবান যোদ্ধারা আবার প্রদর্শন করতে শুরু করেছে সেই নব্বই দশকের আচরণ। অর্থাৎ মহিলাদের খেলা বন্ধ, গান বাজনা বন্ধ, বিরোধিতা করলেই গুলিবর্ষণ ইত্যাদি। তালিবানের অন্য গোষ্ঠী ইতিমধ্যেই এই আচরণের বিরোধিতা করে বলতে শুরু করেছে এভাবে আমাদের বদনাম বাড়ছে সরকার গঠনের আগেই। আর পশ্চিমী দেশ অনেক বেশি ঐক্যবদ্ধ হয়ে পড়বে
এর জেরে। এসবের কারণে পাকিস্তানের বিরুদ্ধে চরম ক্ষোভ তৈরি হয়েছে। আফগানিস্তানের সাধারণ মানুষও পাকিস্তানের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছে। রাস্তায় নেমে পাকিস্তান বিরোধী মিছিল সমাবেশ চলছে। পাকিস্তানের নির্দেশে সেইসব সভা সমাবেশে গুলি করছে তালিবান যোদ্ধারা। গ্রেপ্তার করা চলছে নির্বিচারে সাধারণ মানুষ থেকে সাংবাদিক, সমাজকর্মীদের। এই নিয়ে এবার তালিবানের নরমপন্থীদের সঙ্গে কট্টরপন্থীদের চরম বিবাদ তৈরি হয়েছে।
শুক্রবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে তালিবানের ওই ক্ষুব্ধ গোষ্ঠীর কমান্ডার প্রকাশ্যেই বলছে পাকিস্তান তালিবানের সর্বনাশ করে দিচ্ছে। তালিবানের গায়ে যাতে চিরস্থায়ী জঙ্গিছাপ লেগে যায় সেটাই পাকিস্তানের প্ল্যান। আর তাই পাকিস্তানের কলকাঠিতে তৈরি হওয়া এই সরকারের আয়ু বেশিদিন হবে না বলেই আশঙ্কা। সুতরাং তালিবানের অন্দরের গোষ্ঠী বিবাদ সামাল দেওয়াই আপাতত সবথেকে কঠিন কাজ তালিবানের নয়া প্রধানমন্ত্রীর।