কলকাতা বিভাগে ফিরে যান

ভবানীপুরে উপনির্বাচনের প্রচারে আজ গুরুদ্বারে জনসংযোগ মমতার

September 15, 2021 | < 1 min read

ভবানীপুরে (Bhabanipur) জনসংযোগে ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে কোভিড বিধি মেনে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার গুরুদ্বারে যান মুখ্যমন্ত্রী। ধর্মীয় নিয়ম মেনে ভিতরে প্রবেশ করেন তিনি। কথা বলেন সেখানকার মানুষদের সঙ্গে। 

গুরুদ্বার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী অর্থাৎ রুজিরা (Rujira Banerjee) নিয়মিত গুরুদ্বারে যান দুই সন্তানকে নিয়ে। ধর্মীয় গ্রন্থও পড়ান। তৃণমূল নেত্রীর কথায়, “গুরুদ্বারে গেলেই মন শান্ত হয়ে যায়।” শুধু পাশে থাকার আশ্বাসই নয়, এদিন গুরুদ্বারে উপস্থিত খুদেদের আবদারও মেটান তিনি। সকলের মাঝে দাঁড়িয়ে ছবি তোলেন মেটান মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, গত সোমবারই নবান্ন (Nabanna) থেকে ফেরার পথে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৭৭ নম্বর ওয়ার্ডে হাজির হন মমতা। সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমও। সেখানে বাড়ি-বাড়ি গিয়ে অনেকের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী। খিদিরপুরের ২৫-এর পল্লি দুর্গা পুজোর পাড়া থেকে ১৬ আনা মসজিদ হেঁটে ঘুরে বেড়ান তিনি। কথা বলেন সকলের সঙ্গে। এলাকাবাসীর সঙ্গে বসে আড্ডার ছলে কথা বলেন তিনি। ১৬ আনা মসজিদে ইমামদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন তিনি। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Bhabanipur, #By Election

আরো দেখুন