রাজ্য বিভাগে ফিরে যান

হিন্দুস্তান কখনওই পাকিস্তান হবে না, ভবানীপুরে প্রচারে সরব মমতা

September 16, 2021 | < 1 min read

হিন্দুস্তান কখনওই পাকিস্তান হবে না। ওরা (বিজেপি) নন্দীগ্রামকে পাকিস্তান বলেছিল। এখন ভবানীপুরকেও বলছে। বৃহস্পতিবার ভবানীপুরে ভোট প্রচারে গিয়ে বিজেপি-কে নিশানা করে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী তথা ওই আসনের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘ভারতকে কখনও তালিবান মানসিকতার মানুষদের হাতে তুলে দেওয়া যাবে না। হিন্দুস্তানকে কখনও পাকিস্তান হবে না। ওরা (বিজেপি) নন্দীগ্রামের পর ভবানীপুরকেও পাকিস্তান বলছে। আগামিদিনে বাংলাই দেশকে রক্ষা করবে।’’

নবান্ন থেকে ফেরার পথে দিন কয়েক ধরেই ভবানীপুরে ভোটের প্রচারে যাচ্ছেন মমতা। এর আগে মসজিদ ও গুরুদ্বারে গিয়েছিলেন। বৃহস্পতিবার গেলেন ওই কেন্দ্রেরই অন্তর্গত ৭২ নম্বর ওয়ার্ডের গোল মন্দিরে। সেখানেই বিজেপি-র বিরুদ্ধে বিভেদের রাজনীতি করার অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী। তিনি বলেন, ‘‘আমাদের দেশের মতো ভবানীপুরেও শিখ, পঞ্জাবি, গুজরাতি, মরাঠি ও বাঙালি সবাই আমরা মিলেমিশে থাকি। কিন্তু এখন এখানে বিভেদ তৈরির চেষ্টা করছে। পড়শি দেশের নাম টেনে আনা হচ্ছে। তবে আমরা সম্প্রীতির বার্তা তুলে ধরব।’’

বৃহস্পতিবার ভোট প্রচারে গিয়ে বিজেপি-র বিরুদ্ধে সর্বভারতীয় ক্ষেত্রেও লড়াইয়ের কথা জানান মমতা। নাম করে তিনি বলেন, ‘‘ওদের হাতে দেশকে তুলে দেওয়া যাবে না। এর জন্য যত দূর লড়াই করতে হয় আমরা করব। আপনারা সবাই আমাকে সমর্থন করুন। আপনারা আপনাদের ভোটটা দিন, তা হলে আমি আমরা লড়াইটা করতে পারব। আগামিদিনে দেশকে পথ দেখাবে বাংলাই।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #bjp, #tmc, #Bhabanipur, #candidate, #Taliban Regime, #Bhabanipur Bypoll

আরো দেখুন