দেশ বিভাগে ফিরে যান

মোদীর জন্মদিনে সৌহার্দ্য বিনিময় মমতার, পাঠালেন ফুল মিষ্টি

September 18, 2021 | < 1 min read

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন ৭১টি গোলাপ। আর রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে পাঠিয়েছেন ফুল মিষ্টি। ৭১ বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর সেই জন্মদিনে বৃহস্পতিবারই শুভেচ্ছাবার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, আসলে রাজনীতির ময়দানে দুপক্ষই একে অপরের প্রতিপক্ষ। বিনা যুদ্ধে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন। এবারের বিধানসভা ভোটেই একেবারে জনতার দরবারে তার প্রমাণ মিলেছে বার বার। কিন্তু তার বাইরের যে জগৎ সেখানে একে অপরকে সৌজন্যতা দেখানোর ক্ষেত্রে কোথাও কার্পন্য নেই। এটাই শিষ্টাচার।

গোটা বিধানসভা নির্বাচন পর্ব জুড়ে এবার মমতার বিরুদ্ধে বার বার সুর চড়িয়েছিলেন মোদী। দিদি ও দিদি-ইইইই ডাকে সভা মাতিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেও বার বার নানা বিশেষনে বিশেষিত করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পালটা নির্বাচনী ময়দান থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন মমতা- অভিষেক। দুপক্ষের এই বাকযুদ্ধে একেবারে সরগরম হয়ে উঠেছিল বাংলার রাজনীতির আঙিনা। কিন্তু শেষ পর্যন্ত জয়ীর তকমা পেয়েছে তৃণমূল। জেতার পর থেকেই জাতীয় ক্ষেত্রে বিজেপিকে কোণঠাসা করতে উঠেপড়ে লেগেছে তৃণমূল। কিন্তু সেসবটাই রাজনীতির অন্দরে। সেই বৃত্তের বাইরে থাকা জন্মদিনের মতো শুভক্ষণে মোদীকে শুভ কামনাই জানালেন প্রতিপক্ষ শিবিরের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#birthday, #Mamata Banerjee, #Narendra Modi

আরো দেখুন