মণিপুরের বৈঠকে ছিল না তৃণমূল, জানান দিয়ে কংগ্রেসকে তোপ তৃণমূলের
একুশের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর, তৃণমূলের সামনে টার্গেট উত্তর পূর্বের কিছু রাজ্য। সেই লক্ষ্যে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে শাসক দল। উত্তর পূর্বের নানা সংগঠন তৈরী করছে দল। অন্যদল থেকে তৃণমূলে যোগদানের প্রবণতাও বাড়ছে। এই পরিস্থিতিতে নেতৃত্ব বুঝতে পেরেছে, উত্তর পূর্বের নান রাজ্যে স্থানীয় নেতৃত্ব তৈরি করা প্রয়োজন। সংগঠনের ভীত মজবুত করতে এবং কর্মীদের মনোবল চাঙ্গা করতে স্থানীয় নেতৃত্বই অনুঘটকের কাজ করতে পারে।
দাবি
কিন্তু এরই মধ্যে সামাজিক মাধ্যমে উঠে এসেছ ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে টুইট করা কিছু ছবি যেখানে বলা হচ্ছে মণিপুরের তৃণমূলের প্রতিনিধিরা একটি বৈঠকে হাজির ছিল।
সত্যতা
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানান হয়েছে যে উপরুক্ত বৈঠকে তৃণমূলের কোনও প্রতিনিধিত্ব ছিলই না কারণ মণিপুরে তৃণমূলের কোনও দলীয় ইউনিট তৈরি করা হয়নি । একথা টুইট করে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসে পক্ষ থেকে। কংগ্রেস কে তোপ দেগে তৃণমূলের টুইটে লেখা হয়েছে, এধরণের ধরণের প্রচার অত্যন্ত লজ্জাজনক।