রাজ্য বিভাগে ফিরে যান

আঠারো মাসে বছর মোদী সরকারের? দু’মাস পর বন্যার ক্ষয়ক্ষতি দেখতে এল কেন্দ্রীয় দল

September 27, 2021 | < 1 min read

মাস দুয়েক আগে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল হাওড়া জেলার আমতা ২নং ব্লক ও উদয়নারায়ণপুর ব্লকের বিস্তীর্ণ এলাকায়। রবিবার আমতা ও উদয়নারায়ণপুরের সেই ক্ষতি পরিদর্শনে এল ছয় জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন দু’টি দলে ভাগ হয়ে ক্ষতিগ্রস্ত এলাকা  পরিদর্শন করেন প্রতিনিধিদলের সদস্যরা। এদিন সিদ্ধার্থ মৈত্র সহ তিনজনের একটি প্রতিনিধিদল উদয়নারায়ণপুর ব্লকে গিয়ে তাঁতের হাটে সরকারি আধিকারিকদের নিয়ে বৈঠক করে। পরে তাঁরা ক্ষতিগ্রস্ত শিবানীপুর, ঠাকুরানীচক, গজা পঞ্চচৌকি এলাকা পরিদর্শন করেন। কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন হাওড়ার অতিরিক্ত জেলাশাসক সৌমেন পাল, উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীককুমার ঘোষ, উদয়নারায়ণপুরের বিডিও প্রবীরকুমার শিট, সেচদপ্তরের আধিকারিক রঘুনাথ চক্রবর্তী প্রমুখ।


অন্যদিকে, অপর প্রতিনিধিদলটি আমতা ২নং ব্লকে সরকারি আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করে। পরে ক্ষতিগ্রস্ত কামারগোড়িয়া, রামপুর খাল ও  সটকার্ট চ্যানেলের সাইফন পরিদর্শন করেন তাঁরা। প্রসঙ্গত, মাসদুয়েক আগে ডিভিসির ছাড়া জলে উদয়নারায়ণপুরের প্রায় সবকটি ব্লক ও আমতা ২নং ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েত প্লাবিত হয়েছিল। ক্ষতির মুখে পড়েছিল দুটি ব্লকের কয়েক লক্ষ মানুষ। কয়েক কোটি টাকার ফসল নষ্ট হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যের একাধিক মন্ত্রী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার বার্তা দেন তাঁরা। আর বন্যার দুই মাস পর কেন্দ্রীয় প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে এল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Flood, #Narendra Modi, #howrah, #central team

আরো দেখুন