দেশ বিভাগে ফিরে যান

আবার নাম বদল! মিড ডে মিল প্রকল্পের নাম বদলে নতুন করে চালু করতে চলেছে মোদী সরকার

September 30, 2021 | < 1 min read

পিএম-পোষণ প্রকল্প অনুমোদন করল কেন্দ্রীয় ক্যাবিনেট। এই প্রকল্পের আওতায় ১১.২ লক্ষ স্কুলের পড়ুয়াকে মিড-ডে মিল দেওয়া হবে। আগামী পাঁচ বছরে এই প্রকল্পে খরচ হবে ১.৩১ লক্ষ কোটি টাকা। এদিন এই প্রকল্পের ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

বর্তমান মিড-ডে মিল স্কিমে অন্তর্ভুক্ত হবে পিএম-পোষণ প্রকল্পটি। এটি রাজ্য সরকারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে পরিচালিত হবে। কিন্তু প্রকল্পে প্রধান অবদান থাকবে কেন্দ্রীয় সরকারের।

এদিন মন্ত্রিসভা রাজকোট-কানালুস রেলপথ প্রকল্পেও সিলমোহর দেয়। এই প্রকল্পে মোট খরচ হবে ১ হাজার ৮০ কোটি ৫৮ লক্ষ টাকা। তাছাড়া নিমাচ-রতলাম রেললাইন দ্বিগুণ করার প্রকল্পও অনুমোদন পায় এদিন। এই প্রকল্পে আনুমানিক ব্যয় হবে ১ হাজার ৯৫ কোটি ৮৮ লক্ষ টাকা।

তাছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভা ৫ বছরের জন্য ইসিজিসি লিমিটেডে ৪ হাজার ৪০০ কোটি বিনিয়োগের অনুমোদন দিয়েছে। এতে রপ্তানিকারকদের পাশাপাশি ব্যাঙ্কগুলিকে সহায়তা প্রদান করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#central government, #Anurag Thakur, #pm poshan

আরো দেখুন