লখিমপুরের উদ্দেশে রওনা হল তৃণমূলের প্রতিনিধি দল
উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে সোমবার যাবে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। ওই দলে থাকছেন তৃণমূলের পাঁচ সাংসদ। তাঁরা হলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, প্রতিমা মণ্ডল, আবির রঞ্জন বিশ্বাস এবং সুস্মিতা দেব। প্রতিনিধি দলের সদস্যরা বিমানে দিল্লির যাবেন। সেখান থেকে লখিমপুর খেরির উদ্দেশে রওনা দেবেন তাঁরা। যোগীরাজ্যে গিয়ে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূল সাংসদরা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের গাড়ির ধাক্কায় আন্দোলনরত কৃষকদের মৃত্যুর অভিযোগ উঠতেই উত্তপ্ত হয়ে ওঠে উত্তরপ্রদেশ। রবিবার দুর্ঘটনার পরই টুইটে ক্ষোভ প্রকাশ করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, ‘লখিমপুর খেরির বর্ররোচিত ঘটনার তীব্র বিরোধিতা করছি। কৃষকদের প্রতি বিজেপি-র উদাসীন মনোভাব আমাকে গভীর যন্ত্রণা দিয়েছে। আগামিকাল (সোমবার) তৃণমূলের পাঁচ সাংসদের দল আক্রান্ত কৃষক পরিবারের সঙ্গে দেখা করবে। আমাদের কৃষকদের আমরা নিঃশর্ত সমর্থন করছি।’ মমতার ঘোষণা মতো সোমবার উত্তরপ্রদেশ যাচ্ছেন কাকলি-দোলারা।
যদিও ঘটনার পর ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। গোটা ঘটনাকেই ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন, দুর্ঘটনার সময় তাঁর ছেলে ঘটনাস্থলেই ছিলেন না। কিন্তু তাতে ক্ষোভ প্রশমিত হয়নি।