রাজ্য বিভাগে ফিরে যান

বিধানসভায় মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করানোর জন্য রাজ্যপালকে চিঠি রাজ্য সরকারের

October 4, 2021 | < 1 min read

বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। ৭ অক্টোবর বেলা ১২টার আগে বিধায়ক-হিসেবে মমতার শপথ। বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল’, রাজভবনে চিঠি লিখে অনুরোধ রাজ্য সরকারের। 

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায়, কার কাছে শপথগ্রহণ? রাজভবন-রাজ্য সরকার সংঘাত। রীতি অনুযায়ী বিধায়করা বিধানসভাতেই শপথ নেন। রাজ্যপালের অনুমতিতে শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ। রীতি মেনে সম্প্রতি ১২ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ। সংবিধান অনুযায়ী রাজ্যপাল কিংবা মনোনীত কেউ শপথ নেওয়াতে পারেন। রাজ্যপালের অনুমতি নিয়েই ১২ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ। কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি সেই অনুমতি প্রত্যাহার করেন রাজ্যপাল। কয়েকদিন আগে পরিষদীয় দফতরের পক্ষ থেকে রাজ্যপালকে চিঠি দেওয়া হয়। বিধানসভাতেই মুখ্যমন্ত্রী শপথ নেবেন, সেই অনুমতি চেয়ে রাজ্যপালকে চিঠি দেওয়া হয়। বিধানসভার অধ্যক্ষের কাছে শপথবাক্য পাঠ করার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। বিধায়ক হিসেবে মমতার শপথগ্রহণ নিয়ে রাজভবনে চিঠি, খবর সূত্রের। ৫ অক্টোবর পর্যন্ত গেজেট নোটিফিকেশন কার্যকর। ৫ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করুন, তারপর সিদ্ধান্ত। পরিষদীয় মন্ত্রীকে ফোনে জানান রাজ্যপাল, খবর সূত্রের। রাজভবনে শপথ নিতে হলে গরহাজির থাকতে পারেন অধ্যক্ষ, পরিষদীয় মন্ত্রী, খবর সূত্রের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Governor Jagdeep Dhankhar, #Swearing In Ceremony

আরো দেখুন