আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

বিশ্বজুড়ে সোশ্যাল সাইটে বিপত্তি, কাজ করছে না হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম

October 4, 2021 | < 1 min read

বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে গেল ফেসবুক, হোয়াটস অ্যাপ এবং ইনস্টাগ্রাম। এক সঙ্গে তিনটি সোশ্যাল প্লাটফর্ম স্তব্ধ হয়ে যাওয়াতে কিছুটা অবাকই হন ইউজাররা। বারবার রিফ্রেস করতে থাকেন তাঁদের অ্যাকাউন্ট। কিন্তু তাতেও কোনও লাভ হয় না। বিশেষ করে হোয়াটস অ্যাপ কাজ না করাতে অনেকেই সমস্যার মধ্যে পড়েন।

আজ ভারতীয় সময় রাত ৯ টা নাগাদ এই সমস্যা সামনে আসে। হঠাৎ করেই স্তব্ধ হয়ে যায় প্রথমে হোয়াটস অ্যাপ। এরপর ধীরে ধীরে বাকি ফেসবুকের মালিকাধিন সব সোশ্যাল প্লাটফর্মগুলির উপরেও প্রভাব পড়তে থাকে।

শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেই এর প্রভাব পড়ে। বিভিন্ন জায়গাতে এই তিন সোশ্যাল মিডিয়া প্লার্টফর্ম খোলা যাচ্ছে না বলে অনেকেই টুইট করতে থাকেন।

জানা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনও মেসেজ, ছবি বা ভিডিয়ো পাঠানো যাচ্ছে না। হোয়াটসঅ্যাপ ছাড়াও ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারেও একই সমস্যা দেখা দিয়েছে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Instagram, #Whatsapp, #Facebook

আরো দেখুন